5G5G Smartphonelatest techlatest tech newsMobile PhoneSmartphonetech news todaytech worldtrending tech newsVivoVivo Smartphone
Vivo T1 5G স্মার্টফোনটির মধ্যে রয়েছে ট্রিপল ক্যামেরা এবং 5000mAh এর ব্যাটারি, দেখুন দাম
স্মার্টফোন নির্মাতা কোম্পানি Vivo নিয়ে এসেছে নতুন 5G স্মার্টফোন Vivo T1 5G। আপনি যদি নতুন 5G ফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনি এই নতুন ভিভো ফোনটি ক্রয় করতে পারেন। এর দামও খুবই কম।
এতে আপনি পেয়ে যাবেন Qualcomm Snapdragon 695 প্রসেসর এবং 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ফোনটিতে 5,000mAh ব্যাটারি এবং একটি সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক Vivo T1 5G ফোনের দাম এবং ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
Vivo T1 5G ফোনের 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 15,990 টাকা। এদিকে এর আরও একটি ভেরিয়েন্ট রয়েছে যার দাম 16,990 টাকা। এতে পেয়ে যাবেন 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটিকে Starlight Black এবং Rainbow Fantasy কালারে ক্রয় করা যাবে। ফোনটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারবেন।
Vivo T1 5G ফোন ফিচার
Vivo T1 5G ফোনে 6.58-ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে রয়েছে, যার স্ক্রীন রেজুলসন 1080 পিক্সেল বাই 2408 পিক্সেল এবং 90.60 শতাংশ স্ক্রিন-টু-বডি রেসিও।
ফটোগ্রাফির জন্য Vivo T1 5G ফোনে একটি 16-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আর পেছনে ট্রিপল ক্যামেরা রয়েছে। একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং দুটি 2 মেগাপিক্সেলের লেন্স।
Vivo T1 5G ফোনে পারফরম্যান্সের জন্য Qualcomm Snapdragon 695 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিকে 4GB বা 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ ক্রয় করতে পারবেন। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। এতে 1GB এক্সটেন্ড র্যাম সাপোর্ট করবে।
ফোনটি Android 12 ভিত্তিক Funtouch OS 12 অপারেটিং সিস্টেমে চলবে। পাওয়ার ব্যাকআপের এতে রয়েছে 5,000mAh ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির ওজন 187 গ্রাম। এতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে।
সিকুরিটির জন্য এই ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটির মধ্যে রয়েছে 5G, 4G VOLTE, 4G, 3G, 2G, Wi-Fi, Bluetooth, GPS, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক। অন্যান্য সেন্সরগুলির মধ্যে আপনি পেয়ে যাবেন Accelerometer, Ambient Light Sensor, Proximity Sensor, E-compass, Gyroscope ইত্যাদি।