latest techlatest tech newslatest technology newsMobile PhoneSmartphonetech news todaytech worldTechnology Newstrending tech newsVivoVivo Smartphone

Vivo T1X ফোনটিকে ফ্লিপকার্ট থেকে সস্তায় পাওয়া যাচ্ছে, রয়েছে দুর্দান্ত ফিচার

Vivo T1x ফোনটিকে ভারতের বাজারে গত জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল। ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্ট ফোনটির উপরে দিচ্ছে ভারি ডিস্কাউন্ট।

Vivo T1x


Vivo T1x ফোনটিকে ভারতের বাজারে গত জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল। ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্ট ফোনটির উপরে দিচ্ছে ভারি ডিস্কাউন্ট।
ফোনটির মধ্যে রয়েছে ফুল এইচডি+ ডিসপ্লে, ডুয়েল ক্যামেরা সেটআপ, 5000mAh ব্যাটারি, এবং কোয়াল্কম স্নেপড্রাগন 680 প্রসেসর। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফোনটির মধ্যে কি অফার রয়েছে এবং এর ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

Vivo T1x স্মার্টফোন তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। এই স্টোরেজ ভেরিয়েন্টগুলি হল 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, 4GB RAM এবং 128GB স্টোরেজ, 6GB RAM এবং 128GB স্টোরেজ। ফোনটির বেস ভেরিয়েন্টের দাম পড়বে 11,999 টাকা।
 
এদিকে এর 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে দিতে হবে 12,999 টাকা। আবার এর 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা। ফোনটিকে এক্সচেঞ্জ অফারে ও নো-কোস্ট ইএমআই এর মাধ্যমেও কেনা যাবে। ফোনটি Gravity Black এবং Space Blue কালারে উপলব্দ রয়েছে। 

Vivo T1x ফোন ফিচার

Vivo T1x স্মার্টফোনে 6.58-ইঞ্চির ফুল এইচডি+ প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে। এতে ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করবে। এর স্ক্রীন রেজোলিউশন 2408 পিক্সেল বাই1080 পিক্সেল এবং রিফ্রেশ রেট 90 হার্টজ। এতে Accelerometer, Ambient Light Sensor, Proximity Sensor, E-Compass, Fingerprint Sensor, Virtual Gyroscope ইত্যাদি সেন্সর রয়েছে।
 
ফোনটিতে 6nm অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর সাপোর্ট দেওয়া হয়েছে। ফোনটি Android 12 ভিত্তিক Funtouch OS 12-এ কাজ করবে। Vivo T1x স্মার্টফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ সহ উপলব্ধ রয়েছে। যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। এছাড়াও 2 মেগাপিক্সেলের আরেকটি সুপার ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফির জন্য, ফোনটিতে 8 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে। 
 
পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo T1x স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটিতে টাইপ-সি চার্জিং, Bluetooth v5.0 ভার্সন, Wi-Fi সাপোর্ট দেওয়া হয়েছে। সিকুরিটির জন্য এতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ওজন 182 গ্রাম। নেটওয়ার্ক এর জন্য এতে সাপোর্ট করবে 4G, 3G, 2G ।
মাইক্রো-এসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে। আপনি যদি 15 হাজার টাকার মধ্যে নতুন ফোন কেনার কথা ভাবছেন তাহলে এই ফোনটিকে ক্রয় করতে পারেন।

Related Articles

Back to top button