Bangla NewsBangla Tech NewsMobile PhoneNewsTech BanglaTech NewsTech News BanglaVivoVivo Smartphone

Vivo T2x স্মার্টফোন 6000mAh ব্যাটারি ও Dimensity 1300 প্রসেসর সহ লঞ্চ হল

চীনের বাজারে উন্মোচিত হলো Vivo T2x স্মার্টফোনটি। চীনা ই-কমার্স প্ল্যাটফর্ম JD.com এর মাধ্যমে গতকাল (29 মে) চীনে Vivo T2x আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে।

Vivo T2x
 
চীনের বাজারে উন্মোচিত হলো Vivo T2x স্মার্টফোনটি। চীনা ই-কমার্স প্ল্যাটফর্ম JD.com এর মাধ্যমে গতকাল (29 মে) চীনে Vivo T2x আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছে। এতে রয়েছে IPS LCD ডিসপ্লে, MediaTek Dimensity 1300 প্রসেসর, 8GB RAM এবং 6,000mAh ব্যাটারি। এতে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। তাহলে চলুন জেনে নেওয়া যাক Vivo T2X এর দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।
 
Vivo T2X ফোনের 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের প্রস্তাবিত খুচরা মূল্য হল 1,699 Yuan (ভারতীয় মুদ্রায় প্রায় 19,810 টাকার মত) এবং 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,899 Yuan (প্রায় 22,150 টাকার মত)৷
 
অফার হিসাবে হ্যান্ডসেটের 6GB RAM ও 128GB ভেরিয়েন্টের দাম মাত্র 1,599 Yuan (আনুমানিক 18,650 টাকা) এবং 8GB RAM ও 256GB মডেলের দাম 1,799 Yuan (প্রায় 21,000 টাকা)। Vivo T2X ফোনটিকে মিস্ট ব্লু এবং মিরর ব্ল্যাক কালারে পাওয়া যাবে এবং নতুন Vivo ফোনের ডেলিভারি 12ই জুন থেকে শুরু হবে।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Vivo T2X ফোন ফিচার

ভিভো T2X ফোনে 6.58-ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে, যার সর্বোচ্চ রিফ্রেশ রেট 144 হার্টজ। এই LCD প্যানেলটি 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, DC ডিমিং, DCI-P3 কালার গামুট, 650 নেট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ভিভো T2X-এ 8GB LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ রয়েছে। ডিভাইসটি মিডিয়াটেক থেকে সদ্য লঞ্চ করা ডাইমেনসিটি 1300 চিপসেট দ্বারা চলবে।
 
পাওয়ার ব্যাকআপের জন্য এতে 6,000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা মধ্য-রেঞ্জ সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারিগুলির মধ্যে একটি। কোম্পানি দাবি করেছে যে এটি 20 ঘন্টা পর্যন্ত একটানা ভিডিও প্লেব্যাক দিতে সক্ষম। এটি 44W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে, যা ব্যাটারিকে 35 মিনিটে শূন্য থেকে 50% পর্যন্ত চার্জ করতে পারবে।
 
এছাড়াও এতে USB Type-C ওয়্যারলেস ইয়ারফোনের মতো অন্যান্য ডিভাইসগুলিকে চার্জ করার জন্য ডিভাইসটি 6W বিপরীত তারযুক্ত চার্জিং সাপোর্ট করে। Vivo T2X এর পিছনের প্যানেলটি ম্যাট ফিনিশ সহ AG Glass প্রযুক্তিতে তৈরি।
 
ফটোগ্রাফির জন্য, পিছনের প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপে একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। এই Vivo ফোনটি একেবারে নতুন লিনিয়ার অ্যাক্সিস ভাইব্রেশন মোটর সহ আসে, যা ডিভাইসটিকে একটি ফ্ল্যাগশিপের মতো অভিজ্ঞতা দিতে পারে।
 

আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা

Related Articles

Back to top button