আপনার Vivo v20 Pro 5G স্মার্টফোনটিকে উপডেট করুন Android 11 অপারেটিং সিস্টেমে।
Vivo V20 Pro 5G Smartphone– ভিভো ভি২০ প্রো ৫জি স্মার্টফোনের অপারেটিং সিস্টেম এর উপডেট শুরু হয়েগেছে। Vivo কোম্পানি এই ফোনটি কিছু দিন আগে লঞ্চ করেছিল এবং এখন এটির জন্য সর্বশেষতম সফ্টওয়্যার আপডেট প্রকাশ করা হয়েছে।
যদি আপনার কাছে এই থাকে তাহলে আপনি এর অপারেটিং সিস্টেম উপডেট করে নিতে পারেন। Vivo V20 Pro 5G এর ফিচার সম্পর্কে বললে এতে রয়েছে কোয়াল্কম স্ন্যাপড্রাগন ৭৬৫ জি প্রসেসর এবং ডুয়াল সেলফি ক্যামেরা সেটআপ। এছাড়াও, এতে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৪০০০এমএএইচ এর ব্যাটারি পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ দাম কমানো হয়েছে Nokia C3 স্মার্টফোনের, কিনুন মাত্র ৬,৯৯৯ টাকা দিয়ে।
Vivo V20 Pro 5G ফোন ফিচার
ভিভো V20 Pro 5G ফোনটির মধ্যে রয়েছে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি+ ই১ প্রো এমোলেড ডিসপ্লে। এর স্ক্রীন রেজুলসন ১০৮০পিক্সেল বাই ২৪০০পিক্সেল। ফোনটির স্ক্রীন-এ করনিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন দেওয়া হয়েছে। ফোনটির মধ্যে রয়েছে কোয়াল্কম স্নেপড্রাগন ৭৬৫জি প্রসেসর ও Android 11 অপারেটিং সিস্টেম।
আরও পড়ুনঃ লঞ্চ হল সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন ZTE Blade V2021 5G, দাম ১১ হাজার টাকার মত।
ক্যামেরার জন্য এতে পেয়ে যাবেন ট্রিপল রিয়ার ও ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপ। ট্রিপল ক্যামেরার মধ্যে রয়েছে ৬৪মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এছাড়া রয়েছে ০৮ মেগাপিক্সেলের ও ০২ মেগাপিক্সেলের একটি করে সেন্সর। ভিডিও কলিং এবং সেলফির জন্য ফোনটির সামনে ৪৪+০৮মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে। এতে রিয়ার ফ্ল্যাশ এবং ফ্রন্ট অউরা স্ক্রীন লাইট পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ ১০,০০০ টাকার মধ্যে নতুন Moto E7 Plus স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ফিচার।
ভিভো V20 Pro 5G ফোনটি একটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে ফ্লিপকার্ট ওয়েবসাইট এ উপলব্ধ রয়েছে। যেটিতে ৮জিবি র্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। পাওয়ারের জন্য এতে ৪০০০এমএএইচ এর নন-রিমুভাল ব্যাটারি পেয়ে যাবে। ফোনটির ওজন ১৭০ গ্রাম। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ রয়েছে। ফোনটিতে ডুয়েল ন্যানো সিম ও ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে।
Vivo V20 Pro 5G দাম
Vivo V20 Pro 5G ফোনটিকে মিডনাইট জ্যাজ ও সানসেট মেলডি রঙে ক্রয় করা যাবে। ফোনটির দাম ফ্লিপকার্ট সাইটে ২৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। ফোনটিকে আপনি নো-কোস্ট ইএমআই বা এক্সচেঞ্জ অফারে কিনতে পারেন।
ডিসপ্লে | ৬.৪৪ ইঞ্চির ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। |
ক্যামেরা | ৬৪+০৮+০২ এমপি রিয়্যার এবং ৪৪+০৮ এমপি সেলফি ক্যামেরা। |
ব্যাটারি | ৪০০০এমএএইচ। |
র্যাম | ০৮ জিবি |
ইন্টারনাল স্টোরেজ | ১২৮ জিবি |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | কোয়াল্কম স্নেপড্রাগন ৭৬৫জি অক্টাকোর প্রসেসর ও Android 11 অপারেটিং সিস্টেম। |
সেন্সর | অন-স্ক্রীন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। |
নেটওয়ার্ক | ৫জি, ৪জি, ৩জি, ২জি |
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।