5G5G SmartphoneMobile PhoneSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech worldTechnology Newstrending tech newsVivoVivo Smartphone

Vivo V29e স্মার্টফোন লঞ্চ হল ভারতের বাজারে, দেখুন দাম ও ফিচার

Vivo V29e ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা।

Vivo V29e Smartphone

Vivo V29e টিকে কোম্পানি ভারতের বাজারে লঞ্চ করেছে। এই ফোন আপনি পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, 5000mAh-ব্যাটারি এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্ট। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের দাম কত এবং কী কী ফিচার রয়েছে।

আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম

এই ভিভো ফোনের 8GB র‍্যাম এবং 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 26999 টাকা। এদিকে ফোনটির 8GB র‍্যাম এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 28999 টাকা রাখা হয়েছে। ফোনটিকে আপনি Artistic Blue এবং Artistic Red- এই দুই কালারে ক্রয় করতে পারবেন। ফোনটিকে ভিভো কোম্পানির ই-স্টোর এবং ফ্লিপকার্টে প্রি-বুকিং জন্য উপলব্ধ করা হয়েছে। ফোনটিকে আগামী ৭ই সেপ্টেম্বর থেকে বিক্রি করা হবে।

Vivo V29e ফোন ফিচার

  • এই ফোনে আপনি পেয়ে যাবেন ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট করবে।
  • ফোনটি Android 13 বেসড FuntouchOS 13 অপারেটিং সিস্টেমে চলবে।
  • এই ফোনে দেওয়া হয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের। এর সাথে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সাপোর্ট। সাথে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 5000mAh-ব্যাটারি যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট। সিকুরিটির জন্য এতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেক্টিভিটির জন্য এতে সাপোর্ট করবে ৫জি নেটওয়ার্ক, Bluetooth, Wi-Fi, GPS, 3.5mm অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট। ওয়াটার ও ডাস্ট রেসিস্টেন্সের জন্য এতে IP54 রেটিং দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

Related Articles

Back to top button