Vivo V30 ও Vivo V30 Pro স্মার্টফোন দুর্দান্ত ফিচার সহ ভারতের বাজারে আসতে চলেছে
Vivo V30 ও Vivo V30 Pro গুলিতে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে

ভিভো কোম্পানি Vivo V30 এবং Vivo V30 Pro সুন্দর রঙে ভারতে লঞ্চ করতে চলেছে, থাকবে 50 মেগাপিক্সেল ক্যামেরা। এদিকে হ্যান্ডসেটগুলিতে পেয়ে যাবেন 120 হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে এবং 5,000 mAh ব্যাটারি। Vivo V30 স্মার্টফোনের 12GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা। এদিকে Vivo V30 Pro স্মার্টফোনের 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে 33,999 টাকা। ফোন দুটিকে আপনি ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারবেন।
আরও পড়ুনঃ
-
Samsung Galaxy A55 দুর্দান্ত ফিচার সহ বাজারে আসতে চলেছে
-
Noise ColorFit Macro স্মার্টওয়াচটি মাত্র 1399 টাকা বাজারে হাজির হয়েছে
Vivo V30 এবং Vivo V30 Pro
ভারতে আসছে Vivo V30 এবং Vivo V30 Pro ফোন। ইতিমধ্যেই এই দুটি ডিভাইসের পোস্টার সামনে নিয়ে আসা হয়েছে। আজ আবার বিভো এই দুটি ফোনের পোস্টার শেয়ার করেছে। এখান থেকে আমরা Vivo V30 এবং Vivo V30 Pro এর কালার ভেরিয়েন্ট এবং ফিচার সম্পর্কে জানতে পেরেছি।
কোম্পানির ভারতেই ওয়েবসাইট থেকে জানা গেছে যে Vivo V30 Pro তিনটি রঙে পাওয়া যাবে- ক্লাসিক ব্ল্যাক, ডার্ক ব্লু এবং পিচ গ্রিন। এই প্রতিটি রং একটি কারণকে জানান দেবে। উদাহরণস্বরূপ, সবুজ আপনাকে ভারতের জাতীয় পাখির কথা মনে করিয়ে দেবে। অন্দামান ব্লু, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রাণবন্ত জলরাশিকে তুলে ধরবে।
Vivo V30 Pro ফোনটি 50+50+50 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসতে চলেছে। এতে একাধিক ক্যামেরা ফিচার রয়েছে। সেলফির জন্য পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আবার এই ডিভাইসে হালকা পোর্ট্রেট পাওয়া যাবে। এই হ্যান্ডসেটগুলিতে 120 হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে এবং 5,000mAh-এর ব্যাটারি দেওয়া হবে। এই ডিভাইসে মিড-রেঞ্জের প্রসেসর ব্যবহার করা হবে জানা গেছে। ফোন দুটিতে 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে।
এই ফোনে রয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি+ এমলেড ডিসপ্লে। এতে Android 14 অপারেটিং সিস্টেম এবং MediaTek Dimensity 8200 5G প্রসেসর। এতে আপনি পেয়ে যাবেন 5000mAh এর ব্যাটারি যা আপনি দীর্ঘ সময় ধরে চালাতে পারবেন।
আরও পড়ুনঃ
-
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
-
itel P55T স্মার্টফোনটি মাত্র 8199 টাকায় 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হয়েছে।