Bangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneSmartphonetechtech worldtrending tech newsVivoVivo Smartphone

Vivo X Flip স্মার্টফোন ডুয়েল ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল

ভিভো কোম্পানি Vivo X Fold 2 এর সাথে লঞ্চ করলো Vivo X Flip স্মার্টফোন। এটি ব্র্যান্ডের প্রথম ক্ল্যামশেল ডিজাইনের স্মার্টফোন।

Vivo X Flip Smartphone
এই ফোনটি বাজারে উপলব্ধ অন্যান্য ক্ল্যামশেল ফোন Samsung Galaxy Z Flip 4, Motorola Razr, Oppo Find N2 Flip ইত্যাদি ফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই ফোনে আপনি পেয়ে যাবেন 4400mAh-এর ব্যাটারি, 120 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, এবং 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা। সিকুরিটির জন্য এতে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
 
Vivo X Flip ফোনের 12GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 5999 ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় 71500 টাকার মত)। এদিকে ফোনটির 12GB RAM ও 512GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় 83500 টাকার মত। 
 
ফোনটি তিনটি কালারে বাজারে এসেছে, যেগুলি হল ড্রিল ব্ল্যাক, সিল্ক গোল্ড ও লিং পার্পেল। ফোনটিকে কবে ভারতের বাজারে কবে আনা হবে তা এখনও জানা যায়নি।
 

Vivo X Flip ফোন ফিচার

  • Vivo X Flip ফোনে রয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড প্রাইমারি ডিসপ্লে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 1200 নিটস পিক ব্রাইটনেস ও HDR10+ সাপোর্ট করবে। 
  • এদিকে সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে রয়েছে 3 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 622 পিক্সেল বাই 422 পিক্সেল।
  • ফটো ও ভিডিওগ্রাফির জন্য ভিভো এক্স ফ্লিপ ফোনে গোলাকার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। 
  • সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
  • ফোনটি Android 13 ভিত্তিক অরিজিন ওএস কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটি 12GB RAM ও 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে এসেছে।
  • পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 প্রসেসর। 
  • পাওয়ার ব্যাকআপের জন্য Vivo X Flip ফোনে দেওয়া হয়েছে 4400mAh-এর ব্যাটারি, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। 
  • এছাড়া কানেক্টিভিটির জন্য এতে রয়েছে Bluetooth, Wi-Fi, ডুয়েল ব্যান্ড GPS, ও ইউএসবি টাইপ সি পোর্ট।

Related Articles

Back to top button