দুর্দান্ত ক্যামেরা ফিচার নিয়ে বাজারে হাজির হয়েছে Vivo X100 সিরিজ স্মার্টফোন
best camera features smartphone vivo x100
বহুল প্রতীক্ষিত স্মার্টফোন সিরিজ Vivo X100 ভারতের বাজারে লঞ্চ হয়েছে। এই সিরিজের অধীনে, কোম্পানি Vivo X100 এবং Vivo X100 Pro নামে দুটি স্মার্টফোন লঞ্চ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ফোনটিতে DSLR ক্যামেরার সাথে টেক্কা দিতে দুর্দান্ত ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি। এছাড়াও এতে আপনি পেয়ে যাবেন Dimensity 9300 processor, 6.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে এবং 16GB পর্যন্ত RAM। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরও পড়ুনঃ
টেলিগ্রাম ডিপফেক ভিডিও কেলেঙ্কারি কীভাবে সনাক্ত করবেন, এড়ানোর উপায় কী?
আঙুলের ছাপ ও আধার কার্ড দিয়ে টাকা তোলা বন্ধ করে দিলো সরকার
Vivo X100 এবং Vivo X100 Pro ফোনের ভারতীয় বাজারে দাম
Vivo X100 ফোন ভারতে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে। এদিকে Vivo X100 Pro ফোনের একটি মডেল লঞ্চ করা হয়েছে। Vivo X100 ফোনের 12GB RAM ও 256GB মডেলের দাম 63,999 টাকা। অন্যদিকে, 16GB RAM ও 512GB মডেলের দাম রাখা হয়েছে 69,999 টাকা।
আবার 16GB RAM ও 512GB স্টোরেজ সহ Vivo X100 Pro ফোনটিকে 89,999 টাকা দামে কেনা যাবে। এই সিরিজের দুটি ফোনই অ্যাস্টেরয়েড ব্ল্যাক এবং স্টারগেজ ব্লু রঙে এসেছে। এই দুটি ফোনের বিক্রি শুরু হবে আগামি 11 জানুয়ারি, 2024 থেকে। আপনি যদি ICICI এবং SBI কার্ড ব্যবহার করে এই ফোনটি ক্রয় করবে তবে আপনি 10 শতাংশ তাত্ক্ষণিক ছাড় পেয়ে যাবেন। এই ফ্ল্যাগশিপ ফোনটিকে Flipkart, Amazon এবং অন্যান্য খুচরা আউটলেটের মাধ্যমে কেনা যাবে।
Vivo X100 এবং Vivo X100 Pro ফোন ফিচার
Vivo X100 এবং Vivo X100 Pro ফোনে 6.78-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি 1.5K পিক্সেল রেজোলিউশন, 20:9 এস্পেক্ট রেসিও, HDR10+, 120Hz রিফ্রেশ রেট, 3000nits পিক ব্রাইটনেস এবং 2160Hz PWM ডিমিং সমর্থন করে।
দুটি ফোনেই MediaTek Dimensity 9300 চিপসেট 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি রয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে পেয়ে যাবেন Immortalis-G720 GPU। এই ফোনে 16GB LPDDR5X/LPDDR5T পর্যন্ত RAM ও 512GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ দেওয়া হয়েছে। এই দুটি ফ্ল্যাগশিপ ফোন Android 14 অপারেটিং সিস্টেমে চলবে।
এই ফোনে Zeiss সঞ্চালিত OIS ও LED ফ্ল্যাশের সঙ্গে 50MP 1-ইঞ্চি Sony IMX989 VCS বায়োনিক প্রাইমারি ক্যামেরা, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং OIS ও 100x ডিজিটাল জুম সাপোর্টেড 50MP 1/2″ APO টেলিফটো ম্যাক্রো ক্যামেরা সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন।
Vivo X100 ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি এবং Vivo X100 Pro ফোনে 100W ফাস্ট চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং ও রিভার্স ওয়্যারলেস চার্জিং যুক্ত 5,400mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সিকুরিটির জন্য উভয় ফোনেই ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড সেন্সর, স্টেরিও স্পিকার, হাই-ফাই অডিও প্রযুক্তি এবং IP68 রেটিং পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ
ওলা বাজারে আলোড়ন তুলেছে, এক বছরে 2.5 লক্ষ ইলেকট্রিক স্কুটার বিক্রি করার ভারতের প্রথম ইভি ব্র্যান্ড
মাত্র 50 টাকায় বাড়িতে বসেই পেয়ে যান PVC Aadhaar কার্ড, জেনে নিন সম্পূর্ণ প্রক্রিয়া