Bangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech news todaytech worldtrending tech newsVivo
Vivo Y02s স্মার্টফোন 11 হাজার টাকার কমে লঞ্চ হল, দেখুন ফিচার
Vivo তাদের নতুন Y সিরিজের বাজেট ফোন Vivo Y02s লঞ্চ করেছে। বর্তমানে ফোনটিকে চীনের বাজারে লঞ্চ করা হয়েছে।
এই নতুন ফোনে আপনি পেয়ে যাবেন 5,000mAh-এর পাওয়ারফুল ব্যাটারি এবং MediaTek Helio P35 প্রসেসর। এছাড়া এতে পেয়ে যাবেন 6.51 ইঞ্চির ডিসপ্লে, Android 12 ভিত্তিক Funtouch OS অপারেটিং সিস্টেম, এবং 8 মেগাপিক্সেলের ক্যামেরা। দেখেনিন Vivo Y02s ফোনের দাম এবং ফিচার।
Vivo Y02S ফোনের 3GB RAM ও 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 906 Yuan, যা ভারতীয় মুদ্রায় প্রায় 10,600 টাকার মত। ফোনটিকে স্যাফায়ার ব্লু এবং সিনে ব্ল্যাক কালারে আনা হয়েছে। অন্যান্য দেশে কবে ফোনটিকে লঞ্চ করা হবে তা এখনও জানা যায়নি।
Vivo Y02s ফোন ফিচার
Vivo Y02S ফোনে দেওয়া হয়েছে 6.51-ইঞ্চি HD+ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 1600 পিক্সেল বাই 720 পিক্সেল এবং 60 হার্টজ রিফ্রেশ রেট। পারফরম্যান্সের জন্য এই ফোনে MediaTek Helio P35 প্রসেসর দেওয়া হয়েছে।
ফোনটিকে 3GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ সহ আনা হয়েছে। ফোনের ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য ফোনে LED ফ্ল্যাশ সহ একটি 8-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সিকুরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y02s ফোনে 5,000mAh ব্যাটারি রয়েছে, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য রয়েছে ডুয়াল সিম সাপোর্ট, Bluetooth, Wi-Fi, GPS, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক।