5000mAh ব্যাটারি নিয়ে বাজারে এল Vivo Y12s Smartphone, দাম ১০ হাজার টাকার কম।
Vivo Y12s Smartphone– Tech News 5000mAh ব্যাটারি নিয়ে বাজারে এল Vivo Y12s Smartphone, দাম ১০ হাজার টাকার কম। গত বছরেই Vivo কোম্পানি তাদের Y সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছিল।
ভিভো কোম্পানি এই ফোনটিকে গত বছরের নভেম্বর মাসে চীনের বাজারে লঞ্চ করেছিল। এবার ফোনটিকে ভারতের বাজারে আনা হয়েছে।
আরও পড়ুনঃ 5G নেটওয়ার্ক এর সাথে বাজারে এসেছে Vivo Y31s smartphone, দেখুন দাম ও ফিচার।
ভিভো Y12s ফোনটিকে একটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে পাওয়া যাবে। এই ফোনটিতে রয়েছে 5000mAh এর ব্যাটারি, মিডিয়াটেক হেলিও P35 প্রসেসর, 13 মেগাপিক্সেল সহ ডুয়াল ক্যামেরা সেটআপ, ও ডিউ ড্রপ নচ ডিসপ্লে।
Vivo Y12s Smartphone ফিচার
Vivo Y12s Smartphone-টির মধ্যে 6.51 ইঞ্চির ফুল এইচডি+ ডিউ ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এর স্ক্রীন রেজুলসন 720 পিক্সেল বাই 1600 পিক্সেল এবং 270ppi পিক্সেল ডেনসিটি।
ফোনটি 3GB RAM ও 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের সাথে এসেছে। মেমোরি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ 256GB পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির মধ্যে Android 10 অপারেটিং সিস্টেম এবং MediaTek Helio P35 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ Realme C12 ফোনটির দাম 500 টাকা কমানো হয়েছে, দেখুন নতুন দাম।
Vivo Y12s Smartphone-এ এলইডি ফ্ল্যাশ লাইট সহ 13+02 মেগাপিক্সেল যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য ফোনটির সামনে থাকছে 08 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। ফোনটির সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এতে ফেস আনলক ফিচারও পেয়ে যাবেন।
ভিভো Y12s ফোনটিতে ডুয়েল ন্যানো সিম, 4G VoLTE নেটওয়ার্ক, 3.5mm অডিও জ্যাক, Bluetooth v5.0, Wi-Fi Hotspot, GPS, Micro-USB 2.0 ইত্যাদি ফিচার দেওয়া হয়েছে। পাওয়ারের জন্য এতে থাকছে 5000mAh এর ব্যাটারি। চার্জিংয়ের জন্য রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট।
ডিসপ্লে | 6.51 ইঞ্চির ডিউ ড্রপ নচ ডিসপ্লে। |
ক্যামেরা | 13+02 MP রিয়্যার এবং 08MP সেলফি ক্যামেরা। |
ব্যাটারি | 5000mAh |
র্যাম | 03GB |
ইন্টারনাল স্টোরেজ | 32GB |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | মিডিয়াটেক হেলিও P35 অক্টাকোর প্রসেসর ও Android 10 অপারেটিং সিস্টেম। |
সেন্সর | সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। |
নেটওয়ার্ক | 4G |
Vivo Y12s এর দাম
ভারতের বাজারে ভিভো Y12s ফোনটির দাম রাখা হয়েছে 9,999 টাকা। এই দাম ফোনটির 3GB RAM ও 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটি দুটি রঙে কেনা যাবে, যা হল ফ্যান্টম ব্ল্যাক এবং গ্লেসিয়ার ব্লু। ফোনটিকে Amazon, Flipkart, Vivo India E-store, Paytm, Tatacliq ওয়েবসাইট সহ অন্যান্য রিটেল স্টোর থেকে পাওয়া যাবে।
আরও পড়ুনঃ খুব শীঘ্রয় ভারতে ফিরে আসছে PUBG গেম, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।