Vivo নিয়ে এসেছে বাজেট স্মার্টফোন Vivo Y20G, রয়েছে 5000mAh এর ব্যাটারি।
Tech News- ফোনটি ভারতের বাজারে Redmi Note 9 Pro, Realme Narzo 20 Pro, Poco M2 Pro এর মত ফোনগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিয়ে এসেছে VIvo Y20G স্মার্টফোনকে।
চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি VIvo চুপিচুপি তাদের নতুন বাজেট স্মার্টফোন Vivo Y20Gকে ভারতের বাজারে নিয়ে এসেছে। এই ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি, MediaTek Helio G85 প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে।
আরও পড়ুনঃ Realme C12 ফোনটির দাম 500 টাকা কমানো হয়েছে, দেখুন নতুন দাম।
VIvo Y20G স্মার্টফোন ফিচার
Vivo Y20G ফোনে রয়েছে 6.51 ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ আইপিএস ডিসপ্লে। এর স্ক্রীন রেজোলিউশন 1600 পিক্সেল বাই 720 পিক্সেল এবং 20:9 আসপেক্ট রেশিও। ফোনটি Android 11 বেসড ফানটাচ 11 সিস্টেমে চলবে।
ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরাটি হল 13 মেগাপিক্সেল (f/2.2 অ্যাপারচার । অন্য ক্যামেরা দুটি হল 02 মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর (f/2.4) ও 02 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর (f/2.4)।
আরও পড়ুনঃ খুব সস্তায় বাজারে আসতে চলেছে Realme C20 স্মার্টফোন, ফাঁস হল দাম এবং ফিচার।
এদিকে ভিডিও কলিং এবং সেলফির জন্য এতে রয়েছে 08 মেগাপিক্সেলের (f/1.8) একটি ফ্রন্ট ক্যামেরা।
ফোনটি 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের সাথে এসেছে। মেমোরি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ 256GB পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির মধ্যে MediaTek Helio G85 অক্টাকর প্রসেসর রয়েছে। গেমিংয়ের প্রেমিদের জন্য এই ফোনে দেওয়া হয়েছে HyperEngine গেম টেকনোলজি।
ডুয়েল সিমের এই ফোনে রয়েছে 5000mAh ব্যাটারি। যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনটির মধ্যে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার।
VIvo Y20G ফোনের দাম
VIvo Y20G ফোনটির 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 14,990 টাকা। ফোনটি নীল ও কালো রঙে পাওয়া যাবে।
এই ফোনটিকে Amazon, Flipkart, Vivo India e-Store, PaytmMall, Tata Cliq সহ অন্যান্য থেকে ক্রয় করা যাবে।
আরও পড়ুনঃ খুব শীঘ্রয় ভারতে ফিরে আসছে PUBG গেম, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।
ডিসপ্লে | 6.51 ইঞ্চির এইচডি+ ওয়াটার ড্রপ নচ আইপিএস ডিসপ্লে |
ক্যামেরা | 13+02+02 MP রিয়্যার এবং 08MP সেলফি ক্যামেরা। |
ব্যাটারি | 5000mAh |
র্যাম | 6GB |
ইন্টারনাল স্টোরেজ | 128GB |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | MediaTek Helio G38 অক্টাকর প্রসেসর ও Android 11 অপারেটিং সিস্টেম। |
সেন্সর | সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। |
নেটওয়ার্ক | 4G |
আরও পড়ুনঃ Realme C12 ফোনটির দাম 500 টাকা কমানো হয়েছে, দেখুন নতুন দাম।