Bangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneNew SmartphoneSmartphoneSmartphone OfferTech News Banglatech worldTechnology Newstrending tech newsVivoVivo Smartphone

গ্লোবাল মার্কেটে Vivo Y28 4G স্মার্টফোন লঞ্চ হয়েছে 6,000mAh ব্যাটারি সহ

Vivo Y28 4G স্মার্টফোন 6,000mAh ব্যাটারি ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহযোগে গ্লোবাল মার্কেটে হাজির হয়েছে। ফোনটিকে ১৬৪০০ টাকায় পাওয়া যাবে।

Vivo Y28 4G Smartphone Price
Vivo Y28 4G Smartphone Price

স্মার্টফোন নির্মাতা কোম্পানি ভিভো তাদের Y সিরিজের অধীনে Vivo Y28 4G স্মার্টফোন গ্লোবাল মার্কেট সিঙ্গাপুরে লঞ্চ করেছে। এই ফোনটি আগের মডেল থেকে আলাদা। এই ফোনে আপনি পেয়ে যাবেন 16GB ভার্চুয়াল RAM, 6000mAh ব্যাটারি, MediaTek Helio G85 প্রসেসর, 6.68-ইঞ্চির ডিসপ্লে ইত্যাদি। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ

Vivo Y28 4G স্মার্টফোনটিকে 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের একটি মাত্র মডেল বাজারে আনা হয়েছে। এই ফোনটি সিঙ্গাপুরের ওয়েবসাইটে $269 সিঙ্গাপুর ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় 16,400 টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। এই ফোনটিকে আপনি দুটি কালার অপশনে পেয়ে যাবেন, যেগুলি হল Egret Green এবং Gleaming Orange । এই ফোনটিকে ভারতের বাজারে লঞ্চ হবে কি না সে বিষয়ে এখনও জানা যায়নি।

Vivo Y28 4G ফোন ফিচার

Vivo Y28 4G স্মার্টফোনটিতে 6.68 ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যার 1608 বাই 720 পিক্সেল স্ক্রীন রেজোলিউশন। এছাড়া এই ডিসপ্লে 90 হার্টজ রিফ্রেশ রেট, 264 পিপিআই পিক্সেল ডেনসিটি এবং 1000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই স্মার্টফোনটি Android 14 এবং Android 14 এর সাথে কাজ করবে।

পারফরম্যান্সের জন্য, এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 12nm ফ্যাব্রিকেশনে তৈরি MediaTek Helio G85 প্রসেসর। গ্রাফিক্সের জন্য এতে দেওয়া হয়েছে Mali G52 GPU । এই স্মার্টফোনটিতে 8GB LPDDR4X RAM ও 8GB ভার্চুয়াল র‌্যাম এবং 256GB ইন্টারনাল মেমরি দেওয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যেম এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 1TB পর্যন্ত বাড়াতে পারবেন।

এই ফোনের ব্যাক প্যানেলে একটি 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটির সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে হয়েছে। ভিভোর এই স্মার্টফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির মতে, 5 মিনিটের জন্য চার্জিং 2.6 ঘন্টা কল টাইম, 2.1 ঘন্টা WhatsApp, 2.8 ঘন্টা Facebook এবং 36 মিনিট PUBG গেমিং টাইম পাওয়া যাবে।

এছাড়াও স্মার্টফোনটিকে জল এবং ধুলাবালি থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং দেওয়া হয়েছে। কানেটিভিটির জন্য আপনি এতে পেয়ে যাবেন WiFi 5 ভার্সন, Bluetooth 5.0 ভার্সন, USB 2.0, GPS, OTG এবং FM রয়েছে।

আরও পড়ুনঃ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ