5000 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Vivo Y30 স্মার্টফোন, জেনে নিন কোথায় পাবেন।
ই-কমার্স সাইট ফ্লিপকার্ট 5000 টাকা সস্তায় বিক্রি করছে Vivo Y30 স্মার্টফোনটিকে। ভিভো কোম্পানি Vivo Y30 ফোনটিকে এই বছরের মে মাসে লঞ্চ করেছিল। ফ্লিপকার্ট বিভিন্ন সেলে ফোনটিকে বিক্রির জন্য উপলব্ধ করেছিল।
এবার ভিভো কোম্পানি তাদের Vivo Y30 ফোনের দাম কম করে দিয়েছে এবং কোনো সেল ছাড়াই এই ফোনটিকে কম দামে কেনা যাবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির সমস্ত ভেরিয়েন্টের দাম কম করে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ লঞ্চ হল সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন ZTE Blade V2021 5G, দাম ১১ হাজার টাকার মত।
Vivo Y30 ফোনের 4 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট এখন মাত্র 13,990 টাকা দামে বিক্রি করা হচ্ছে। এদিকে 6 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট এর ফোনটিকে 18,990 টাকার পরিবর্তে 14,990 টাকা দিয়ে কিনতে পারবেন।
ফোনটিকে কালো ও নীল রঙে কেনা যাবে। এছাড়াও ফোনটির উপরে রয়েছে বিভিন্ন ব্যাঙ্ক অফার। ফোনটিকে আপনি নো-কোস্ট ইএমআই বা এক্সচেঞ্জ অফারে কিনতে পারবেন।
Vivo Y30 ফোন ফিচার
Vivo Y30-ফোনটির মধ্যে 6.47 ইঞ্চির ফুল এইচডি+ ইন-সেল আইভিউ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এর স্ক্রীন রেজুলসন 720 পিক্সেল বাই 1560 পিক্সেল এবং 90.7% স্ক্রীন টু বডি রেসিও ।
ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে উপলব্ধ। ফোনটির মধ্যে রয়েছে 4 বা 6 জিবি র্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। মেমোরি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির মধ্যে Android 10 অপারেটিং সিস্টেম এবং MediaTek Helio P35 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ নোকিয়া নিয়ে এসেছে সস্তা স্মার্টফোন নোকিয়া ২.৪, দাম মাত্র ১০,৩৯৯ টাকা।
Vivo Y30 ফোনে রিয়ার এলইডি ফ্ল্যাশ লাইট সহ 13 (f/2.2)+08 (f/2.2)+02 (f/2.4)+02 (f/2.4) মেগাপিক্সেল যুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য ফোনটির সামনে দেওয়া হয়েছে 08 (f/2.5) মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এতে স্ক্রীন ফ্ল্যাশ ফিচারও রয়েছে। ফোনটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
ভিভো Y30 ফোনটিতে ডুয়েল ন্যানো সিম, 4G VoLTE নেটওয়ার্ক, ৩.৫মিমি অডিও জ্যাক, Bluetooth v5.0, Wi-Fi Hotspot, GPS, Micro-USB 2.0 ইত্যাদি ফিচার দেওয়া হয়েছে। পাওয়ারের জন্য এতে রয়েছে 5000mAh এর ব্যাটারি।
ডিসপ্লে | 6.47 ইঞ্চির ফুল এইচডি+ আইভিউ এলসিডি ডিসপ্লে |
ক্যামেরা | 13+08+02+02 MP রিয়্যার এবং 08 MP সেলফি ক্যামেরা। |
ব্যাটারি | 5000mAh। |
র্যাম | 04GB বা 06GB |
ইন্টারনাল স্টোরেজ | 128GB |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | মিডিয়াটেক হেলিও P35 অক্টাকোর প্রসেসর ও Android 10 অপারেটিং সিস্টেম। |
সেন্সর | রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। |
নেটওয়ার্ক | 4G |
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।