Vivo Y33t স্মার্টফোনটিকে খুবই কম দামে ৬জিবি র‍্যাম ও ৫০০০এমএএইচ ব্যাটারি সহ আনা হয়েছে

Vivo Y33t ফোনকে কম দামে দামে চীনে লঞ্চ করা হয়েছে। এতে ১২জিবি পর্যন্ত র‍্যাম পেয়ে যাবেন। এই নতুন ফোনের দাম রাখা হয়েছে প্রায় ৮৫০০ টাকার মত।

vivo y33t

ভিভো কোম্পানি তাদের ওয়াই সিরিজের পরিধি বাড়িয়ে আবার নতুন Vivo Y33t স্মার্টফোন চিনের বাজারে নিয়ে এসেছে। ফোনটিকে খুবই কম দামে লঞ্চ করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এর আগে এই ফোনটিকে অন্য ফিচার সহ ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। এই ফোনে ৬জিবি ফিজিক্যাল এবং ভারচুয়েল র‍্যাম, ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে এবং ৫০০০এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফোনের ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য।

কোম্পানির Vivo Y33t ফোনটিকে একটিমাত্র স্টোরেজ ভেরিয়েন্টে আনা হয়েছে। ফোনটির ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি স্টোরেজ এর দাম ৭৪৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫০০ টাকার মত। বাজারে এই ফোনটিকে ওয়াইল্ড গ্রীন এবং ক্রিস্টাল পার্পল কালারে পাওয়া যাচ্ছে। গতকাল থেকেই চীনে এই ফোনটিকে জেডি ডট কম ওয়েবসাইট এর মাধ্যমে বিক্রি শুরু হয়েছে।

আরও পড়ুনঃ

Vivo Y33t ফোন ফিচার

এই ফোনে ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরমান্সের জন্য এই ফোনে মিডরেঞ্জের মিডিয়াটেক জি৮৫ প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 3 তে কাজ করে।

Vivo Y33t ফোনে ৬জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এই ফোনে ৬জিবি virtual র‍্যাম রয়েছে, যার ফলে ফোনটিতে মোট ১২জিবি পর্যন্ত র‍্যাম উপভোগ করা যাবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফির জন্য এই ফোনে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে আপনি পেয়ে যাবেন ৫০০০মাহ-এর ব্যাটারি। যা 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকুরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে ডুয়েল সিম ৪জি সাপোর্ট করবে। এছাড়া রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এবং ৩.৫মিমি অডিও জ্যাক।

আরও পড়ুনঃ

Exit mobile version