Whatsapp অ্যান্ড্রয়েড উইজারদের জন্য নিয়ে এসেছে “মিউট ভিডিও” নামে একটি নতুন ফিচার
WhatsApp Mute Video– বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম “Whatsapp” কয়েক দিন আগে ইউজারদের জন্য মিউট ভিডিও (WhatsApp Mute Video) নামে একটি মজাদার ফিচার এনেছিল।
এই ফিচারটি এতদিন অবধি উপলব্ধ ছিল WhatsApp-এর বিটা ইউজারদের জন্য। গত কাল থেকে সমস্ত অ্যান্ড্রয়েড ফোন ইউজাররা এটিকে ব্যবহার করতে পারবেন বলে ঘোষণা দিয়েছে Whatsapp সংস্থাটি।
এই ফিচারের মাধ্যমে ইউজাররা এই প্ল্যাটফর্মটির মাধ্যমে ভিডিও পাঠানোর সময় বা স্ট্যাটাস দেওয়া সময়, ভিডিও-র সাউন্ড বন্ধ করে আপলোড করার সুবিধা পাবে।
আরও পড়ুনঃ আরও একবার দাম কমানো হয়েছে Poco C3 ফোনের, দাম শুরু 6,999 টাকা থেকে
WhatsApp কোম্পানি একটি টুইট পোস্টে জানিয়েছে যে, এবার থেকে WhatsApp-এ শেয়ার করা ভিডিওগুলিতে শুধু চোখে দেখার বিকল্পও থাকবে।
অ্যান্ড্রয়েড ইউজাররা যে কোনো ভিডিও শেয়ার করা পূর্বে বা স্ট্যাটাস দেওয়ার আগে সেটির শব্দ বা উ ভিডিওর অডিও বন্ধ করতে পারবেন, ভিডিও টিকে আলাদা করে এডিট করার প্রয়োজন হবে না।
কিভাবে মিউট ভিডিও ফিচার বেবহার করবেন?
WhatsApp থেকে কোনো ভিডিও পাঠানোর সময় বা স্ট্যাটাস-এ পোস্ট করার সময় ভিডিও ড্যুরেশন এবং ফাইল সাইজ ডিটেইলস অপশনের ঠিক বা-দিকে ছোট্ট একটি স্পিকার আইকন দেখতে পাবেন। ওই আইকনে ক্লিক করে ভিডিওটির অডিও মিউট বা আনমিউট করা যাবে।
WhatsApp সংস্থার ঘোষণামত এই ‘মিউট ভিডিও’ ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন ইউজাররাই প্রয়োগ করতে পারবেন। অন্যান্য ফোন ইউজারদের জন্য এই ফিচারটিকে কবে উপলব্ধ করা হবে সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
আরও পড়ুনঃ 7 হাজার টাকার কমে লঞ্চ হতে পারে Gionee Pro Max স্মার্টফোন।