Xiaomi-র 27 টি স্মার্টফোন পেতে চলেছে MIUI 12.5 আপডেট, দেখেনিন তালিকা।
Xiaomi কোম্পানির মোট 27 টি স্মার্টফোন পেতে চলেছে MIUI 12.5 আপডেট। একনজরে দেখেনিন এই তালিকায় কোন কোন স্মার্টফোন রয়েছে।
Xiaomi কোম্পানি গত মাসে লঞ্চ করেছিল MIUI 12.5 সফটওয়্যার। এর সাথে সাথে কোম্পানি Mi 11 স্মার্টফোন সিরিজও নিয়ে হাজির হয়েছে। নতুন এই MIUI 12.5 আপডেটে প্রাইভেসি আরও উন্নত হতে চলেছে।
কোম্পানির তরফে মোট 27 টি স্মার্টফোনের একটি তালিকা প্রকাশ করা হয়েছ, যেগুলি এই MIUI 12.5 সফটওয়্যার পেতে চলেছে।
এই সফ্টওয়্যারটি আরও এক চমৎকার ফিচার হল MIUI+।, এটি ঠিক Microsoft-এর Your Phone ফিচারের মতোই কাজ করবে। ইউজাররা কোনও Windows PC-র সঙ্গে স্মার্টফোন মিরর হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও Xiaomi কোম্পানি MIUI 12.5-এ iOS 14 প্রাইভেসি ফিচার যোগ করেছে।
আরও পড়ুনঃ ভারতের বাজারে আসতে চলেছে সস্তা 5G নেটওয়ার্ক সাপোর্টেড Realme X9 স্মার্টফোন।
এই ফিচারের সাহায্যে কোনও অ্যাপ যদি ক্লিপবোর্ড ব্যবহার করে আপনার কোনও টেক্সট কপি করার চেষ্টা করে, তাহলে তড়িঘড়ি তার নোটিফিকেশন চলে আসবে আপনার মোবাইলে। এছাড়া এতে একটি প্রাইভেসি ফিচার রয়েছে যার সাহায্যে যে কোনও অ্যাপ্লিকেশান এক্কেবারে নিখুঁত লোকেশনের পরিবর্তে আপনি যে লোকেশনের বাসিন্দা তার কাছকাছিই কোনও ল্যান্ডমার্ক দেখাবে।
Xiaomi-র এই MIUI 12.5 সফ্টওয়্যার আপডেটে এই বিশেষ ফিচার দেওয়ার ফলে ইউজাররা লোকেশন সম্পর্কে এক্কেবারে নিশ্চিন্ত থাকতে পারেন।
আরও পড়ুনঃ Realme C12 ফোনটির দাম 500 টাকা কমানো হয়েছে, দেখুন নতুন দাম।
Xiaomi কোম্পানির কোন কোন স্মার্টফোন এই আপডেট পেতে চলেছে তার তালিকা নিচে দেওয়া হল।
3) Xiaomi Mi 10 Pro Smartphone
4) Xiaomi Mi 10 Ultra Smartphone
5) Xiaomi Mi 10 Youth Smartphone
6) Xiaomi Mi 9 SE Smartphone
7) Xiaomi Mi 9 Smartphone
8) Xiaomi Mi 9 Explorer Smartphone
9) Xiaomi Mi 9 Pro 5G Smartphone
10) Xiaomi Mi CC9 Smartphone
11) Xiaomi Redmi K30S Smartphone
12) Xiaomi Redmi K30 Racing Smartphone
13) Xiaomi Redmi K30i 5G Smartphone
14) Xiaomi Redmi K30 Smartphone
15) Xiaomi Redmi K20 Pro Smartphone
16) Xiaomi Redmi K20 Smartphone
17) Xiaomi Redmi 10X 5G Smartphone
18) Xiaomi Mi CC9 Pro Smartphone
19) Xiaomi CC9e Smartphone
20) Xiaomi Redmi K30 Pro Smartphone
21) Xiaomi Redmi K30 5G Smartphone
22) Xiaomi Redmi 10X Pro Smartphone
23) Xiaomi Redmi Note 9 Smartphone
24) Xiaomi Redmi Note 9 Pro Smartphone
25) Xiaomi Redmi Note 8 Smartphone
26) Xiaomi Redmi Note 7 Pro Smartphone
27) Xiaomi Redmi Note 7 Smartphone
আরও পড়ুনঃ Realme C12 ফোনটির দাম 500 টাকা কমানো হয়েছে, দেখুন নতুন দাম।