3 হাজার টাকা সস্তায় কিনুন Mi 10T স্মার্টফোনটিকে, জেনেনিন নতুন দাম ও ফিচার
Smartphone Offer– Xiaomi কোম্পানি তাদের মিডরেঞ্জের স্মার্টফোন Xiaomi Mi 10T ফোনের দাম ৩ হাজার টাকা কমিয়ে দিয়েছে। 3 হাজার টাকা সস্তায় কিনুন Mi 10T স্মার্টফোনটিকে, জেনেনিন নতুন দাম ও ফিচার
আপনি যদি নতুন ফোন কেনার কথা ভাবছেন এবং আপনার বাজেট যদি ৩০ থেকে ৩৫ হাজার টাকার মধ্যে হয় তাহলে এই ফোনটিকে কিনতে পারেন।
Mi 10T ফোনের মধ্যে রয়েছে 5000mAh এর ব্যাটারি, Qualcomm Snapdragon 865 প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 5G নেটওয়ার্ক সাপোর্ট।
আরও পড়ুনঃ আরও একবার দাম কমানো হয়েছে Poco C3 ফোনের, দাম শুরু 6,999 টাকা থেকে
Mi 10T ফোন ফিচারঃ
Xiaomi Mi 10T ফোনটির মধ্যে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চহোল আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। যার স্ক্রীন রেজুলসন 1080 পিক্সেল বাই 2400 পিক্সেল এবং 20:9 এস্পেক্ট রেসিও।
পাওয়ারের জন্য ফোনটিতে থাকছে ফাস্ট চারজিংযুক্ত 5000mAh-এর নন-রিমুভাল ব্যাটারি। ফোনটি 5G নেটওয়ার্ক সাপোর্ট-এর সাথে এসেছে। ফোনটির স্ক্রীন-এ করনিং গরিলা গ্লাস v5 বেবহার করা হয়েছে।
ফোনটির মধ্যে এলইডি ফ্ল্যাশ লাইট সহ 64+13+05 মেগাপিক্সেলের মোট তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিং করার জন্য ফোনটির সামনে স্ক্রীন ফ্ল্যাশ এবং f/2.2 অ্যাপারচার যুক্ত 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটির সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে যা দিয়ে ফোনটিকে লক করে রাখা যাবে।
ফোনটি 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM ও 128GB সাথে উপলব্ধ রয়েছে। এতে মেমোরি কার্ড লাগানো যাবে না। ফোনটি Android 10 অপারেটিং সিস্টেমে চলবে এবং কোয়াল্কম স্নেপড্রাগন 865 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ 7 হাজার টাকার কমে লঞ্চ হতে পারে Gionee Pro Max স্মার্টফোন।
Xiaomi Mi 10T ফোনটিতে ডুয়েল ন্যানো সিম, 5G ও 4G নেটওয়ার্ক, 3.5 মিমি অডিও জ্যাক, Bluetooth, GPS, USB Type-C ইত্যাদি ফিচার দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
ডিসপ্লে | ৬.৬৭ ইঞ্চি পাঞ্চহোল ডিসপ্লে। |
ক্যামেরা | ৬৪+১৩+০৫ এমপি রিয়্যার এবং ২০ এমপি সেলফি ক্যামেরা। |
ব্যাটারি | ৫০০০এমএএইচ। |
র্যাম | ৬ জিবি |
ইন্টারনাল স্টোরেজ | ১২৮ জিবি |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | কোয়াল্কম স্নেপড্রাগন ৮৬৫ অক্টাকোর প্রসেসর ও Android 10 অপারেটিং সিস্টেম। |
সেন্সর | সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। |
নেটওয়ার্ক | 5G ও 4G। |
আরও পড়ুনঃ ১০,০০০ টাকার মধ্যে নতুন Moto E7 Plus স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ফিচার।
Mi 10T Phone এর দাম
Mi 10T ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। যার একটিতে রয়েছে 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ এবং ওপর ভেরিয়েন্টে রয়েছে 8GB RAM ও 128GB স্টোরেজ।
ফোনটির 6GB RAM ভেরিয়েন্টের ফোনটিকে ৩ হাজার টাকা কমে অর্থাৎ 32,999 টাকা দিয়ে কিনতে পারবেন। এদিকে এর 8GB RAM ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে 34,999 টাকা। ফোনটিকে দুটি রঙে কিনতে পারবেন- কসমিক ব্ল্যাক এবং লুনার সিলভার শেড।
অনলাইন স্টোর | প্রোডাক্টের নাম | দাম |
---|---|---|
Flipkart | Mi 10T (128GB & 6GB RAM) | ₹ 32,999 |
Flipkart | Mi 10T (128GB & 8GB RAM) | ₹ 34,999 |
আরও পড়ুনঃ Nokia Power Earbuds Lite এর বিক্রি শুরু হয়ে গেছে, দাম 3,599 টাকা