দুর্দান্ত ফিচারসহ বাজারে আসতে চলেছে Mi 11 Lite স্মার্টফোন
এই বছরের শুরুতেই গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে Mi 11 স্মার্টফোন। এবার Xiaomi কোম্পানি এই সিরিজে আরও তিনটি স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যেগুলি হল Mi 11 Lite, Mi 11 Pro, এবং Mi 11 Ultra স্মার্টফোন।
আরও পড়ুনঃ Micromax In 1 ফোনটিকে আজ লঞ্চ করা হয়েছে, দাম ১০ হাজার টাকার কম
কয়েকমাস ধরেই চর্চায় রয়েছে ফোনগুলি। গতকাল এই সিরিজের 11 pro এবং 11 Ultra কে চীনের 3C সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে। এদিকে Mi 11 Lite ফোনটিকেও একই সার্টিফিকেশন সাইটে লিস্ট করা হয়েছে। এই থেকে আশা করা হচ্ছে যে এই ফোনটি খুব দ্রুত বাজারে আসবে।
Xiaomi Mi 11 Lite
3C সার্টিফিকেশন সাইটে Mi 11 Lite ফোনটিকে M2101K9C মডেল নম্বরের সাথে লিস্ট করা হয়। অন্যান্য সার্টিফিকেশন সাইটেও ফোনটিকে একই মডেল নম্বর সাথে লিস্ট করা হয়েছে। 3C সার্টিফিকেশন সাইটের লিস্টিং থেকে জানা গেছে যে, এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।
আরও পড়ুনঃ দুর্দান্ত ফিচার যুক্ত IQOO 3 ফোনটির দাম অনেকটা সস্তা হয়ে গেছে, দেখে নিন নতুন দাম
জানা গেছে যে, এই ফোনে থাকবে 6.55 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন হবে 1080 পিক্সেল বাই 2400 পিক্সেল এবং পিক্সেল ডেন্সিটি হবে 440ppi। ক্যামেরার জন্য এতে থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরাটি হবে 64 মেগাপিক্সেলের।
এদিকে ফোনটির মধ্যে থাকবে Octa-Core Qualcomm Snapdragon 765G এবং Adreno 620 GPU । ফোনটি Android 11 বেসড MIUI 12 কাস্টম OS অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে থাকতে পারে 4150mAh ব্যাটারি।
11 Lite ফোনটিকে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আনা হবে, যেগুলি হল 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM ও 128GB স্টোরেজ, 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ। কানেক্টিভিটির জন্য এতে থাকবে 5G নেটওয়ার্ক সাপোর্ট, 4G LTE, GPS, NFC, Wi-Fi, Bluetooth 5.2 ভার্সন, 3.5mm অডিও জ্যাক ইত্যাদি। 91মোবাইল ওয়েবসাইট এর লিস্ট অনুযায়ী ফোনটির দাম হতে পারে 31,999 টাকা।
আরও পড়ুনঃ 108MP ক্যামেরাযুক্ত Redmi Note 10 Pro Max ফোনের আজ প্রথম সেল, রয়েছে 1,500 টাকার ডিস্কাউন্ট