Xiaomi Smart Band 8 দুর্দান্ত ব্যাটারি লাইফের সাথে লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

টেক কোম্পানি Xiaomi একটি লঞ্চ ইভেন্টে Xiaomi 13 Ultra স্মার্টফোন লঞ্চ করেছে। এর সাথে কোম্পানি Xiaomi Smart Band 8 ডিভাইস নিয়ে এসেছে।

Xiaomi Smart Band 8

 

Xiaomi Smart Band 8- এই ডিভাইসটি Xiaomi Smart Band 7 এর উত্তরসূরী হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই ফিটনেস ব্যান্ডে আপনি পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে ও 190mAh-এর ব্যাটারি, যা একক চার্জে 16 দিন পর্যন্ত চলবে। এছাড়া এই ব্যান্ডে রয়েছে একাধিক হেলথ ফিচার। তাহলে চলুনে দেখে নেওয়া যাক Xiaomi এর Smart Band 8 এর দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
 
Xiaomi এর Smart Band 8-এর সাধারণ মডেলের দাম 239 ইউয়ান (যা ভারতীয় মুদ্রায় প্রায় 2850 টাকা)। আর এর NFC মডেলের মূল্য ধার্য করা হয়েছে 279 ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় 3330 টাকা)। এই ডিভাইসটিকে বিভিন্ন ধরণের স্ট্র্যাপের সাথে আনা হয়েছে, যেমন লেদার, উভেন লেদার, হলো ব্রেসলেট এবং টিপিইউ ইত্যাদি। ভারত সহ গ্লোবাল মার্কেটে এটিকে লঞ্চ করা হবে সেই সম্পর্কে কিছু জানা যায়নি।
আরও পড়ুনঃ ভিভো বাজারে আনতে চলেছে Vivo Drone Flying Camera ফোন, যা আকাশে উড়ে উড়ে ছবি তুলবে

Xiaomi Smart Band 8-এর ফিচার

  • Xiaomi এর Smart Band 8 ডিভাইসে পিল শেপ মডিউল সহ 1.6 অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 60 হার্টজ রিফ্রেশ রেট, 600 নিটস ব্রাইটনেস ও অলওয়েজ অন ডিসপ্লে ফিচার সাপোর্ট করবে।
  • এতে রয়েছে একগুচ্ছ হেলথ ফিচার, যেমন হার্ট রেট মনিটর ফিচার, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার ও মেনুস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার ইত্যাদি। এর সাহায্যে স্ট্রেস লেভেল মনিটর করা যাবে।
  • এছাড়া এই Smart Band 8 রয়েছে 150 স্পোর্টস মোড। এটি 50 মিটার গভীর জলের মধ্যে বেবহার করা যাবে।
  • Smart Band 8 ডিভাইসটি অনেকগুলি গেম সহ বাজারে লঞ্চ হয়েছে, যার মধ্যে রয়েছে Suduko ও 2048।
  • এতে আপনি নোটিফিকেশন, ওয়েদার আপডেট সহ বিভিন্ন ফিচার পেয়ে যাবেন।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এই ব্যান্ডে 190mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে, যা একক চার্জে 16 দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। তবে আপনাকে জানিয়ে রাখি যে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার অন থাকলে এর থেকে কম দিন ব্যাকআপ দেবে।
আরও পড়ুনঃ Infinix Zero 30 5G স্মার্টফোন বাজারে শীঘ্রই আসতে চলেছে, রয়েছে দুর্দান্ত ফিচার
Exit mobile version