বাজারে চলে এসেছে Xiaomi Wrist ECG Blood Pressure Recorder স্মার্টওয়াচ। এটি শাওমির প্রথম ব্লাড প্রেসার মনিটরিং ফিচার যুক্ত স্মার্টওয়াচ। গতকাল অর্থাৎ ২৬ অক্টোবর ২০২৩ Xiaomi 14, Hyper OS এবং Xiaomi Watch S3 স্মার্টওয়াচের পাশাপাশি বাজারে এসেছে এই নতুন ওয়্যারেবল ডিভাইসটি। তাহলে চলুন এই নতুন ডিভাইস সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরও পড়ুনঃ
-
Phone Offer- Motorola Edge 40 ফোনটিকে দুর্দান্ত ডিস্কাউন্টের সাথে ক্রয় করার সুযোগ
-
স্মার্টওয়াচ অফার- Wings Meta ওয়াচকে অর্ধেক এর থেকেও কমে কিনুন
Xiaomi Wrist ECG Blood Pressure Recorder
এই ওয়াচে ১.৩৯ ইঞ্চির হাই-রেজুলসন যুক্ত এমোলেড ডিসপ্লে রয়েছে। এতে ১০০+ ওয়াচ ফেস সাপোর্ট করবে। ১১৭টি স্পোর্টস মোড রয়েছে। এর ব্যাটারি ১৬দিন পর্যন্ত চলবে।
শাওমি কোম্পানির পক্ষ থেকে প্রকাশিত টিজার ইমেজ থেকে জানা গেছে যে, শাওমি রিস্ট ইসিজি ব্লাড প্রেসার রেকর্ডার স্মার্টওয়াচটি গোলাকার ডায়াল সহ স্লিক ডিজাইন রয়েছে। এর ডান পাশে দুটি ফিজিক্যাল বাটন দেওয়া হয়েছে। তাছাড়া এর স্ট্র্যাপটি শক্তপোক্ত ডিজাইনের, যার ফলে ব্লাড প্রেসার সহজেই মাপা যাবে। ব্যবহারকারীর সুবিধার জন্য এর ডিসপ্লেতে সহজেই ব্লাড প্রেসার রিড করা যাবে। আর এই রিডিংয়ে কালার কোডেড রিস্ক লেভেল ইন্ডিকেটর দেওয়া হয়েছে।
এই স্মার্টওয়াচটির মাধ্যমে যে কোনো জায়গায় ব্লাড প্রেসার মনিটারিং করা যাবে। বিশেষ করে বয়স্কদের, যাদের হাইপারটেনশন আছে তাদের জন্য এটি খুবই উপযোগী বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, এতে আগে থেকে অটোমেটিক মেজারমেন্ট সেটিংও ঠিক করে রাখা যাবে। এই ডিভাইসটি চীনের ক্লাস ২ মেডিকেল ডিভাইস সার্টিফিকেশন প্রাপ্ত।
বেজিং মিউনিসিপাল ড্রাগ এডমিনট্রেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, Wrist ECG Blood Pressure Recorder ডিভাইসে দেওয়া হয়েছে ওয়াচ, ট্র্যাপ, এয়ারব্যাগ, চার্জিং বেস এবং মোবাইল অ্যাপ সফটওয়্যার।
আরও পড়ুনঃ