কোন নথি ছাড়াই করুন আপনার আধার কার্ড আপডেট, জেনেনিন কি কি পরিবর্তন করতে পারবেন।
Aadhaar Card Update: আধার কার্ড বর্তমানে একটি খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। বেশিরভাগ সরকারী পরিষেবা নেওয়ার জন্য আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি। এমন পরিস্থিতিতে আধার কার্ডে সঠিক তথ্য থাকাও খুবই প্রয়োজন, যদি আপনার আধার কার্ডে কোনও তথ্য ভুল থাকে তাহলে ভবিষ্যতে আপনাকে অনেক সরকারি প্রকল্পের সুবিধা হারাতে হতে পারে।
কোনও অতিরিক্ত ডকুমেন্ট ছাড়াই আধার ব্যবহারকারীদের বিশদ এবং অন্যান্য তথ্য আপডেট করার সুযোগ করে দিচ্ছে ভারত সরকার। আধার ব্যবহারকারীরা এখন কোনও ডকুমেন্ট ছাড়াই বায়োমেট্রিক্স, ফটোগ্রাফ, লিঙ্গ, মোবাইল নম্বর এবং ইমেল আইডি আপডেট করতে পারবে।
আরও পড়ুনঃ কোয়াড ক্যামেরা ও ৬০০০এমএএইচ ব্যাটারি নিয়ে লঞ্চ হয়েছে Realme C15 স্মার্টফোন।
আধার কার্ডের (UIDAI) অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট এর মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে। টুইটে লেখা ছিল, “আপনার আধার কার্ড এর বায়োমেট্রিক্স, ফটোগ্রাফ, লিঙ্গ, মোবাইল নম্বর এবং ইমেল আইডি আপডেট করার জন্য কোনও নথির প্রয়োজন নেই। কেবল আপনার আধার কার্ডটি নিন এবং আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আপডেট করুন।
তবে আধারে কিছু তথ্য আপডেট করার জন্য বৈধ নথির প্রয়োজন হবে। যেমন ঠিকানা, নাম বা জন্মতারিখ পরিবর্তনের জন্য ব্যবহারকারীর একটি বৈধ নথি লাগবে।
#AadhaarUpdateChecklist
UIDAI accepts certificate issued by authorized officials for Aadhaar enrolment or Address, Name or Date of Birth update. The standard format for this certificate is available here: https://t.co/BeqUA07J2b pic.twitter.com/g7qOqDVKvr— Aadhaar (@UIDAI) August 25, 2020
আরও পড়ুনঃ ৫০০০এমএএইচ ব্যাটারি নিয়ে লঞ্চ হতে চলেছে Moto E7 Plus স্মার্টফোন।