Site icon Technology News

YouTube Tips- YouTube-এ ভুলেও এই কাজগুলি করবেন না, নচেৎ আপনার একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে

YouTube Tips

YouTube Tips- ইউটিউবে চ্যানেল চালানো এবং ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে ইউটিউব এর পক্ষ থেকে। আর যদি এই নিয়মগুলি না মানা হয়, তাহলে ব্যবহারকারীর ইউটিউব চ্যানেল ব্লক বা বন্ধ হয়ে যেতে পারে।

YouTube বর্তমানে সবচেয়ে জনপ্রিয় বিনোদন চ্যানেলগুলির মধ্যে একটি। শুধু তাই নয়, বর্তমানে এই ইউটিউব প্ল্যাটফর্মটি লক্ষ লক্ষ মানুষের আয়ের প্রধান উৎস হয়ে উঠেছে। আজকাল অনেকেই ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে। আর আপনি যদি অন্য যেকোনো কাজের তুলনায় ইউটিউবে অনেক বেশি বেশি টাকা আয় করছেন। তবে, ইউটিউবে চ্যানেল চালানো এবং ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। আর যদি সেই নিয়মগুলি না মানা হয়, তাহলে আপনার ইউটিউব চ্যানেল ব্লকও হয়ে যেতে পারে।

তাই, যারা ইউটিউবে কাজ করছেন বা ভবিষ্যতে কাজ করতে চান তাদের জন্য এই সমস্ত নিয়ম জানা খুবই গুরুত্বপূর্ণ। অন্যথায়, ব্যবহারকারীর ইউটিউব চ্যানেলটি অজান্তেই বন্ধ হয়ে যেতে পারে। তাহলে আজকের প্রতিবেদনে ইউটিউবের এই বিশেষ নিয়মগুলি নিয়ে আলোচনা করা হল। যা সকলের জানা উচিত।

YouTube Tips and Rules

YouTube এ এমন কন্টেন্ট বা ভিডিও বারবার আপলোড করা উচিত নয় যার ফলে ব্যবহারকারী কপিরাইট স্ট্রাইকের সম্মুখীন হতে হয়। যদি কোনও ব্যবহারকারী তিনটি কপিরাইট স্ট্রাইক পান, তাহলে তার চ্যানেলটিকে ইউটিউব এর পক্ষ থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে। তাই কপিরাইট ভিডিও উপলোড করা উচিৎ নয়।

ইউটিউব এর কমিউনিটি নির্দেশিকা বা নিয়ম লঙ্ঘন করে এমন কোন কন্টেন্ট পোস্ট করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। YouTube-এর কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের উদাহরণগুলির মধ্যে রয়েছে যেমন হিংসাত্মক কিছু ছড়ান, বা হুমকিমূলক চ্যালেঞ্জ।

অনেকই ইউটিউব ব্যবহারকারীরা স্প্যাম বা প্রতারণামূলক কন্টেন্ট আপলোড করে থাকেন। যা দর্শকদের বিভ্রান্ত করতে পারে। অথবা, ব্যবহারকারীরা তাদের ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য ক্লিকবেট শিরোনাম বা স্প্যামি টাইটেল ব্যবহার করে থাকেন, তাহলেও আপনার ইউটিউব চ্যানেলটি নিষিদ্ধ করা হতে পারে। তাই যেমন তেমন শিরোনাম বা টাইটেল বেবহার করবেন।

একজন ব্যবহারকারী এমন একটি চ্যানেল তৈরি করলেন যা দেখতে অন্য ব্যবহারকারীর চ্যানেলের মতো। তাহলেও, সেই চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে। তাই পারেন আপনি আপনার নিজের মত করে ইউটিউব চ্যানেল তৈরি করুন।

ইউটিউব ব্যবহারকারী এমন কোন পন্য সামগ্রী আপলোড করবেন যা মাদক ব্যবহার, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, বা নিজের ক্ষতি করার মতো ক্ষতিকারক কার্যকলাপ প্রচার করে। এমন পরিস্থিতিতে তাদের চ্যানেল সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়ে যেতে পারে।

 

আরও পড়ুনঃ

 

 

Exit mobile version