Zebronics Zeb-Iconic Lite বাজারে এল, রয়েছে দুর্দান্ত ফিচার

 ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুতকারী ভারতীয় সংস্থা Zebronics স্মার্টওয়াচের বাজার দখল করতে একের পর এক প্রোডাক্ট আনছে। আপনাদের জানিয়ে রাখি যে কোম্পানি গত বছর জুন মাসে এনেছিল ব্লুটুথ কলিং সহ Zebronics Drip স্মার্টওয়াচ।

Zebronics Zeb-Iconic Lite

 

Zebronics লঞ্চ করল Zebronics Zeb-Iconic Lite নামে তাদের আরেকটি নতুন স্মার্টওয়াচ। নতুন এই ওয়াচে ডুয়াল মেনু ইউআই এবং 5 দিনের ব্যাটারি লাইফ রয়েছে। চলুন দেখে নেওয়া যাক নতুন Zebronics Zeb-Iconic Lite স্মার্টওয়াচের দাম ও ফিচার।
Zebronics Zeb-Iconic লাইট স্মার্টওয়াচটির দাম ভারতীয় বাজারে 2999 টাকা। কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজন থেকে পাওয়া যাচ্ছে এই ঘড়িটিকে। ঘড়িটিকে গোল্ড ব্লু, সিলভার এবং ব্ল্যাক এই তিনটি কালারে আনা হয়েছে।
 
আরও পড়ুনঃ Samsung Galaxy Watch 6 ও Galaxy 6 Classic স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন ফাম ও ফিচার

Zebronics Zeb-Iconic Lite স্মার্টওয়াচ ফিচার

এই স্মার্টওয়াচটিতে মেটাল বডি এবং 2.5D কার্ভড স্ক্রিন সহ 1.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্ল রয়েছে। এতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করবে। এছাড়া এই ঘড়িতে উপলব্ধ রয়েছে ডুয়াল মেনু ইউআই এবং 100টিরও বেশি ওয়াচফেস।
 
এই ঘড়িটি একবার চার্জে পাঁচ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম যা কোম্পানি দাবী করে। জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে IP67 রেটিং দেওয়া হয়েছে। এই ঘড়িটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
 
এই ঘড়িটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো ব্লুটুথ কলিং ফিচার। এতে সিরি ও গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট দেওয়া হয়েছে। অন্যান্য ফিচারগুলির মধ্যে রয়েছে ক্যালকুলেটর, ক্যামেরা সাটার, মিউজিক কন্ট্রোল এবং ইনবিল্ট গেম ফিচার।
 
ফিটনেস প্রেমীদের জন্য উপযুক্ত এই স্মার্টওয়াচ। এতে দেওয়া হয়েছে 100 টিরও বেশি বিল্ট-ইন স্পোর্টস মোড। আবার স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য হেলথ ফিচার হিসাবে ঘড়িটিতে দেওয়া হয়েছে হার্ট রেট মনিটর ফিচার, SpO2 ট্র্যাকার, বিপি মনিটর, পিডিওমিটার, ক্যালরি কাউন্টার, স্লিপ মনিটর ফিচার এবং মেডিকেটিভ ব্রিদিং ফিচার। 
আরও পড়ুনঃ ভিভো বাজারে আনতে চলেছে Vivo Drone Flying Camera ফোন, যা আকাশে উড়ে উড়ে ছবি তুলবে
 
Exit mobile version