Aadhaar CardBangla Tech NewsTech BanglaTech NewsTech News Banglatech news todayTechnology News

Aadhaar Card News- আধার কার্ডের জন্য অতিরিক্ত ফি নিলে হতে পারে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা

Aadhaar Mobile Update

Aadhaar Card News- বর্তমান সময়ে আধার কার্ড ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয় পত্র। এতে একাধিক পরিচয় প্রমাণ রয়েছে যার মধ্যে আঙ্গুলের ছাপের বিবরণ, ঠিকানা, যোগাযোগের বিবরণ এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। আধার কার্ডের একটি অনন্য 12 সংখ্যার নম্বর রয়েছে যা আধার বা UID নম্বর নামে পরিচিত।

অনেক লোককে তাদের মোবাইল নম্বর আধার কার্ডের সাথে লিঙ্ক করতে 500 টাকা পর্যন্ত খরচ করতে হয়েছে। তবে, সরকারি নিয়ম অনুযায়ী আধার অপারেটররা এই পরিষেবার জন্য 50 টাকা চার্জ করতে পারে। এই ফি UIDAI কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত করা হয়েছে। বায়োমেট্রিক ডেটা আপডেট করা বা আঙুলের ছাপের অমিলের কারণে ঠিকানা পরিবর্তন করার মতো কাজ করার সময় অনেকেই ব্যাপক পরিমাণ অর্থও দিতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুনঃ

রাষ্ট্রীয় ব্যাঙ্কের বিভিন্ন শাখায় আধার আপডেটের কাজ চললেও সাধারণ মানুষের কাছ থেকে এই অতিরিক্ত ফি নেওয়া হয়েছে। এসব ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট, আধার অপারেটরদের একাংশ সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে অবৈধভাবে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু এখনই সময় পরিস্থিতি সংশোধনের, নইলে ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে।

যদিও আধার কার্ড একটি সরকারি পরিচয়পত্র, অনেক বেসরকারী সংস্থা এবং ব্যক্তি এটি তৈরি এবং আপডেট করার প্রক্রিয়ার সাথে জড়িত। কিন্তু অনেক কিছু যাচাই করার পরে, UIDAI সংস্থা আধার কার্ড পরিষেবা দেওয়ার জন্য সংস্থাগুলিকে বেছে নেয়। কিন্তু দেখা গেছে, কোনো কোনো স্থানে এজেন্সিগুলো আগাম পরিকল্পনা করছে আবার কোনো কোনো স্থানে তাদের অধীনে কাজ করা কিছু অপারেটর লোভ দেখিয়ে কর্মদিবসেই সাধারণ মানুষকে ছিনতাই করছে। এবার এই বিষয়ে সজাগ হয়েছে কেন্দ্রীয় সরকার।

বুধবার অর্থাৎ 13 ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশনে একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময়, তথ্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপমন্ত্রী রাজীব চন্দ্রশেখর স্পষ্ট করে জানিয়েছেন যে আধার পরিষেবা দেওয়ার জন্য নির্দিষ্ট ফি থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হলে, সংশ্লিষ্ট অপারেটরকে সাসপেন্ড করে দেওয়া হবে। আবার এই ক্ষেত্রে, 50,000 টাকা জরিমানা সংশ্লিষ্ট রেজিস্ট্রারকে দিতে হবে।

উল্লেখ্য যে এজেন্সিগুলিকে আধার পরিষেবা প্রদানের জন্য নির্বাচিত করা হয় এবং তাদের মধ্যে একজনকে নিবন্ধক বা রেজিস্টার হিসাবে নিয়োগ করা হয়। অপারেটররা ওই ব্যক্তির অধীনে কাজ করে। অর্থাৎ, আধার অপারেটর নিয়োগের ক্ষেত্রে রেজিস্ট্রারের একমাত্র কর্তৃত্ব রয়েছে। এ ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হলে তার দায়ভার রেজিস্ট্রারের ওপর বর্তাবে।

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন যে যদি আধার পরিষেবার নামে কারও কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয় তবে UIDAI-এ ই-মেল করে বা টোল-ফ্রি নম্বর 1947-এ কল করে অভিযোগ করা যেতে পারে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ