Site icon Technology News

বাজারে এলো নতুন Fire Boltt Apollo স্মার্টওয়াচ, দাম 2999 টাকা

Fire Boltt Apollo

Fire Boltt Apollo

টেক কোম্পানি ফায়ার বোল্ট ভারতীয় বাজারে তাদের নতুন ব্লুটুথ কলিং স্মার্টওয়াচ Fire Boltt Apollo নিয়ে এসেছে। এই নতুন ঘড়িটি 1.43 ইঞ্চির AMOLED ডিসপ্লেতে সহ বাজারে এসেছে। 

এতে ভয়েস সহকারী এবং 100টি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন ফায়ার বোল্ট অ্যাপোলো স্মার্টওয়াচের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

ভারতীয় বাজারে Fire-bolt Apollo স্মার্টওয়াচের দাম 2,999 টাকা রাখা হয়েছে। এই নতুন ঘড়িটিকে কালো, ধূসর এবং গোলাপী তিনটি কালারে ক্রয় করা যাবে। আগ্রহী ক্রেতারা ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে এই স্মার্টওয়াচটি কিনতে পারবেন।

আরও পড়ুনঃ

Fire Boltt Apollo স্মার্টওয়াচ ফিচার

আরও পড়ুনঃ

Exit mobile version