Bangla Tech NewsJiolatest tech newslatest technology newsMobile PhoneTech News Banglatech news todayTechnology News
দীপাবলি উপহার আনলেন আম্বানি, JioPhone Prime মাত্র 2,599 টাকায় লঞ্চ করা হয়েছে।
JioPhone Prima ফোনটিকে মাত্র ২৫৯৯ টাকায় নিয়ে এসেছে জিও কোম্পানির সিইও মুকেশ আম্বানি।
Reliance Jio আনুষ্ঠানিকভাবে কাই ওএস সহ তাদের 4G ফিচার ফোন JioPhone Prima লঞ্চ করেছে। এই সস্তা এবং উন্নত ফোনটি মাত্র ২৫৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে যে এই ফোনে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো ফিচার রয়েছে। নিচে JioPhone Prima সম্পর্কে বিস্তারিত দেওয়া হল।
কিছু দিন আগে, কোম্পানি প্রথম এই ফোনটিকে IMC 2023 (ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস) ইভেন্টে প্রদর্শন করেছিল। এবার এই ফোনটিকে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে মাত্র ২,৫৯৯ টাকায়। অর্থাৎ আপনার জন্য এই ফোনটির দাম পড়বে মাত্র ২,৫৯৯ টাকা। এই ফোনটিকে অফলাইন রিটেল স্টোরের পাশাপাশি রিলায়েন্স ডিজিটাল, জিও মার্ট ইলেকট্রনিক্স এবং অ্যামাজনের মতো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করা হবে।
আরও পড়ুনঃ
Apple iPad এর দাম ৫০০০ টাকা কমেছে, দেখেনিন এর দাম ও ফিচার
Smartphone Offer- নতুন ফোন কেনার আগে দেখে নিন এই ৫টি স্মার্টফোন ডিল, গুগল, অ্যাপল, স্যামসাং সবই রয়েছে অফারে
JioPhone Prima ফোন ফিচার
- এই কিপ্যাড ফোনটির ডিজাইন নিয়ে অনেক কাজ করেছে জিও কোম্পানি। ফোনটির ডিজাইন বেশ বোল্ড এবং প্রিমিয়াম। এই ফোনে রয়েছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে।
- ভিডিও কল এবং ফটোগ্রাফির জন্য ফোনের দুই পাশে ডিজিটাল ক্যামেরা দেওয়া আছে। ফোনের পিছনের প্যানেলে একটি ফ্ল্যাশ লাইটও রয়েছে।
- Jio TV, Jio Cinema, Jio Saavan-এর মতো প্রিমিয়াম ডিজিটাল পরিষেবা এই ফোনের মাধ্যমে উপভোগ করা যাবে। এছাড়াও এই ফোনটির মাধ্যমে Jio Pay ব্যবহার করে UPI পেমেন্ট করা যাবে।
- এই ফোনটি ২৩টি ভাষা সাপোর্ট করে, অর্থাৎ এই ফোনটিকে ২৩টি ভিন্ন ভাষায় ব্যবহার করা যাবে।
- এই ফোনটি সেই সমস্ত গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে যারা কম দামে 4G নেটওয়ার্ক কিন্তু শক্তিশালী কীপ্যাড ফোন ব্যবহার করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উপভোগ করতে চান।
- পাওয়ার ব্যাকআপের এই ফোনে ১৮০০এমএএইচ-এর ব্যাটারি রয়েছে।
আরও পড়ুনঃ
Moto G84 5G ফোনটির দাম আবার একবার কমানো হয়েছে, দেখুন কোথায় পাবেন
12 ইঞ্চি 2.4K ডিসপ্লে, 12GB RAM, 8800mAh ব্যাটারি সহ Blackview Tab 18 ট্যাবলেট লঞ্চ হয়েছে