Bangla Tech NewsInfinixlatest tech newsMobile PhoneSmartphoneTech BanglaTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

8GB পর্যন্ত RAM এবং 5000mAh ব্যাটারি সহ বিশ্বব্যাপী লঞ্চ হল Infinix Smart 8, দেখুন দাম ও ফিচার

Infinix Smart 8 স্মার্টফোন দুর্দান্ত ফিচার সহ বাজারে লঞ্চ হয়েছে

Infinix Smart 8

ইনফিনিক্স কোম্পানি সাশ্রয়ী মূল্যে একটি নতুন স্মার্টফোন নিয়ে এসেছে। Infinix Smart 8 নামের এই স্মার্টফোনটি প্রথম নাইজেরিয়ায় অর্থাৎ বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে। এই ফোনের বিভিন্ন উল্লেখযোগ্য ফিচারের মধ্যে এই ফোনে রয়েছে এক্সটেন্ডেড র‌্যামের সঙ্গে ৮জিবি র‍্যাম, ৫০০০এমএএইচ ব্যাটারি, ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, আইফোনের ডায়নামিক আইল্যান্ডের মতো ম্যাজিক রিং ডিসপ্লে। চলুন দেখে নেওয়া যাক এই ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

নাইজেরিয়াতে, Infinix Smart 8 ফোনটি অফিসিয়াল সাইটে একটি একক স্টোরেজ ভেরিয়েন্টের সাথে তালিকাভুক্ত হয়েছে।৪জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনটিকে NGN 82,000 অর্থাৎ ভারতীয় মুল্যে প্রায় 8,700 টাকায় কেনা যাবে। ফোনটি টিম্বার ব্ল্যাক, গ্যালাক্সি হোয়াইট, ক্রিস্টাল গ্রিন এবং পিঙ্ক গোল্ড রঙে উপলব্ধ হয়েছে।

আরও পড়ুনঃ

Infinix Smart 8 এর স্পেসিফিকেশন

  • ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনে একটি ৬.৬ ইঞ্চিএ HD+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিট উজ্জ্বলতা, ৯০% স্ক্রিন টু বডি রেশিও এবং আশ্চর্যজনক ম্যাজিক রিং ফিচার রয়েছে।
  • এই ফোনে ৪জিবি র‍্যাম এবং ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। কিন্তু এক্সটেন্ডেড র‌্যাম ফিচারের মাধ্যমে এটি ৮জিবি র‍্যাম উপভোগ করা যাবে। এছাড়াও ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য এতে মাইক্রো এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে।
  • ফটোগ্রাফির জন্য, Infinix Smart 8 ফোনে LED ফ্ল্যাশ লাইট সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে ১৩ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর ও একটি সেকেন্ডারি AI লেন্স যুক্ত করা হয়েছে।
  • পারফরমান্সের জন্য কোম্পানি এই ফোনে Unisoc T606 প্রসেসর যুক্ত করেছে। এর মাধ্যমে এন্ট্রি লেভেলের স্মার্টফোনটি ভালো পারফর্ম দিতে পারবে। ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং XOS 13 এ কাজ করে।
  • সিকুরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এছাড়া এতে ডুয়াল সিম 4G সাপোর্ট, ওয়াইফাই, ব্লুটুথের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যুক্ত করা হয়েছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট সহ ৫০০০এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে। যা ফাস্ট চারজিং ফিচার সাপোর্ট করবে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button