Honor 90 স্মার্টফোন বাজারে আসতে চলেছে 200MP সহযোগে, দেখুন দাম ও ফিচার
স্মার্টফোন কোম্পানি Honor বর্তমানে ইউরোপের বাজারে তার সর্বশেষ স্মার্টফোন সিরিজ Honor 90 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি ইতিমধ্যেই ঘোষণা করেছে যে আগামী 6 জুলাই প্যারিসে একটি লঞ্চ ইভেন্টে Honor 90 এবং Honor 90 Pro মডেলগুলি উন্মোচন করবে। তবে ইউরোপ ছাড়াও উল্লিখিত স্মার্টফোন দুটি মধ্যপ্রাচ্যেও আনা হবে বলে জানা গিয়েছে। এই ফোন সিরিজের বেস মডেল, সম্প্রতি TDRA সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে, এটি স্পষ্ট যে ডিভাইসটি খুব শীঘ্রই সংযুক্ত আরব আমিরাত-এ লঞ্চ হবে।
আরও পড়ুনঃ HearFit RS, HearFit REX এবং HearFit VS স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
TDRA সার্টিফিকেশন সাইটের তালিকা অনুযায়ী, আসন্ন Honor 90 স্মার্টফোনের মডেল নম্বর হবে REA-NX9 । তবে, সাইটটি ডিভাইসটির স্পেসিফিকেশন বা বিক্রয় মূল্য সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ করেনি। যাইহোক, এই তালিকা নিশ্চিত করে যে ফোনটি খুব শীঘ্রই সংযুক্ত আরব আমিরাত বাজারে আত্মপ্রকাশ করবে।
প্রসঙ্গত, হনার ৯০ স্মার্টফোনটি ইতিমধ্যেই চিনের বাজারে লঞ্চ হয়েছে। এই ফোনটি অন্যান্য আঞ্চলিক বাজারেও একই ধরনের সুবিধা দেবে। তবে চলুন জেনে নেওয়া যাক UAE বাজারে ফোনটির স্পেসিফিকেশন কী হবে।
Honor 90 স্মার্টফোন ফিচার
Honor 90 স্মার্টফোনটিতে একটি 6.7-ইঞ্চির ফুল HD+ 10-বিট কোয়াড কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। যার স্ক্রীন রেজুলসন 2,664 পিক্সেল বাই 1,200 পিক্সেল, 120 হার্টজ রিফ্রেশ রেট, 435 পিপিআই পিক্সেল ডেনসিটি, 1600 নিট পিক ব্রাইটনেস, ও 19.98: 9 অ্যাসপেক্ট রেশিও। অপারেটিং সিস্টেম হিসেবে, এতে রয়েছে সর্বশেষ Android 13 ভিত্তিক MagicOS 7.1 কাস্টম ইউজার ইন্টারফেস প্রি-লোড।
পারফরম্যান্সের জন্য, এই ডিভাইসটি Qualcomm Snapdragon 7 Gen 1 octa-core প্রসেসর এবং Adreno 644 GPU সহ এসেছে। ফোনটি 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য Honor 90 এর পিছনের প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলো হল- 200-মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার আউটসোল লেন্স, 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ম্যাক্রো লেন্স এবং 2-মেগাপিক্সেল ডেপথ-অফ-ফিল্ড লেন্স।
হনার ৯০ ফোনের পিছনের ক্যামেরাগুলি ইলেকট্রনিক্স ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সহ সর্বাধিক 4K (3,840 পিক্সেল বাই 2,160 পিক্সেল) রেজোলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারবে। এটি বিভিন্ন শুটিং মোড যেমন AI ফটোগ্রাফি, নাইট সিন মোড সাপোর্ট করবে। সেলফির জন্য ফোনটির সামনে একটি 50-মেগাপিক্সেলের সেলফি লেন্স দেওয়া হয়েছে। ক্যামেরাটি EIS অ্যান্টি-শেক এবং ডায়নামিক ফটো, পোর্ট্রেট মোড, টাইম-ল্যাপস ফটোগ্রাফি সহ বিভিন্ন শুটিং মোড সহ 4K ভিডিও রেকর্ডিং করবে।
আরও পড়ুনঃ MOTOROLA g73 5G ফোনটিকে মাত্র 1149 টাকা দিয়ে কিনতে পারবেন, দুর্দান্ত অফার
সিকুরিটির জন্য এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor 90 ফোনে 5,000mAh-এর লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে, যা USB Type-C 2.0 পোর্টের মাধ্যমে 66W সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।