Redmi 12C স্মার্টফোনের দাম 8,999 টাকা থেকে শুরু, এলো নতুন স্টোরেজ ভেরিয়েন্ট
Redmi তার বাজেট স্মার্টফোন মডেল Redmi 12C স্মার্টফোনে একটি নতুন 4GB RAM ও 128GB স্টোরেজ মডেল নিয়ে এসেছে। এই স্মার্টফোনগুলোর দাম শুরু হচ্ছে 8,999 টাকা থেকে। আপনি যদি নতুন ফোন কেনার কথা ভাবছেন তাও আবার 8 থেকে 9 হাজার টাকার মধ্যে তাহলে আপনি এই ফোনটিকে ক্রয় করতে পারেন।
আরও পড়ুনঃ MOTOROLA g73 5G ফোনটিকে মাত্র 1149 টাকা দিয়ে কিনতে পারবেন, দুর্দান্ত অফার
Redmi ভারতের বাজারে এন্ট্রি-লেভেল স্মার্টফোন সেগমেন্টে তার Redmi 12C স্মার্টফোনের একটি নতুন 4GB ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এই ফোনটি ইতিমধ্যেই 4GB RAM ও 64GB ভেরিয়েন্ট এবং 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট-এ বিক্রি হয়েছে। বর্তমানে লোকেরা অতিরিক্ত বিকল্প হিসাবে এই ফোনের সাথে 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পেয়ে যাবেন।
Redmi 12C স্মার্টফোন ফিচার
Redmi 12C ফোনে রয়েছে 6.71 ইঞ্চির HD+ LCD ওয়াটারড্রপ নচ ডিজাইন ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 1600 পিক্সেল বাই 720 পিক্সেল, 60 হার্টজ রিফ্রেশ রেট, 20:9 অ্যাসপেক্ট রেশিও সাপোর্ট করবে। এই ফোনে সেরা ডিসপ্লে কোয়ালিটি রয়েছে।
ফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেলের দ্বিতীয় ক্যামেরা সহ একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফির জন্য ফোনটির সামনে আপনি পেয়ে যাবেন একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
পারফরমান্সের জন্য ফোনটিতে বেবহার করা হয়েছে Mediatek Helio G85 SoC প্রসেসর। ফোনটি Android 12 ভিত্তিক MIUI 13 OS অপারেটিং সিস্টেমে চলবে। এতে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট, 4GB বা 6GB RAM অপশন, 64GB, 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
কানেক্টিভিটির মধ্যে রয়েছে 4G LTE নেটওয়ার্ক সাপোর্ট, WiFi, Bluetooth, GPS, Micro USB পোর্ট ইত্যাদি।
Redmi 12C স্মার্টফোনের দাম
ফোনটিকে ম্যাট ব্ল্যাক, মিন্ট গ্রিন, রয়্যাল ব্লু, ল্যাভেন্ডার পার্পল নামে চারটি কালারে কেনা যাবে। আপনি এই ফোনটি Flipkart, Amazon, Mi.com, Mi স্টোর ইত্যাদি থেকে কিনতে পারেন। ফোনটি 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,786 টাকা। এদিকে এর 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে দিতে হবে 10,874 টাকা। আবার নতুন 4GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে 9,909 টাকা।
আরও পড়ুনঃ HearFit RS, HearFit REX এবং HearFit VS স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার