5G5G SmartphoneBangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneOnePlusSmartphoneTech BanglaTech News Banglatech news todayTechnology Newstrending tech news

ভাঁজ করে পকেটে রাখার জন্য বাজারে আসতে চলেছে OnePlus Open ফোল্ডেবল ফোন

খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে OnePlus Open ফোল্ডেবল স্মার্টফোন, অনুস্কা শর্মার হাতে দেখা গিয়েছে এই ফোন। এই ফোনে 7.8-ইঞ্চির AMOLED 2K ডিসপ্লে দেওয়া হতে পারে

OnePlus Open

চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি OnePlus খুব শীঘ্রই ভারতের বাজারে তাদের একটি নতুন ফোল্ডেবল ফোন লঞ্চ করতে পারে। এই ফোনটি OnePlus Open নামে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে কোনও সঠিক তথ্য প্রকাশ করেনি, তবে এই ফোনটিকে বলিউড অভিনেত্রী অনুস্কা শর্মার হাতে দেখা গেছে। তাই মনে করা হচ্ছে এই ফোনটি শীঘ্রই লঞ্চ হতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই আপকামিং OnePlus Open এর সম্ভাব্য ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ আপনি কি নতুন আধার কার্ড করেছেন বা সংশোধন করেছেন, হয়েছে কি না কিভাবে অনলাইনে চেক করবে

ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে যে ভারতের বাজারে আগামী ১৯ই অক্টোবর OnePlus Open ফোনটি লঞ্চ করা হবে। এই ফোনটি গত আগস্ট মাসে লঞ্চ হওয়ার কথা ছিল। এরপর ডিসপ্লে ম্যানুফ্যাকচারারের পরিবর্তনের জন্য ফোনটির লঞ্চ ডেট পিছিয়ে দেওয়া হয়।

OnePlus Open ফোনের সম্ভাব্য ফিচার

ওয়ানপ্লাস ওপেন ফোনে 7.8-ইঞ্চির AMOLED 2K ডিসপ্লে থাকতে পারে। এর ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ফোনটির বাইরে সাইডে 6.3 ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই ডিসপ্লেও 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে। সিকুরিটির জন্য এতে পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

এই ফোনে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪৮০০এমএএইচ থাকতে পারে। যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট থাকবে। এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং অক্সিজেন ওএস 13.1 এ কাজ করবে। পারফরমান্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট থাকতে পারে। গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো জিপিইউ থাকতে পারে।

এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে বলে আশা করা হচ্ছে। যার প্রাইমারি ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সাথে ৪৮ মেগাপিক্সেলের আরেকটি সেকেন্ডারি লেন্স এবং ৬৪ মেগাপিক্সেলের তৃতীয় লেন্স থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে ৩২ এবং ২০ মেগাপিক্সেলের লেন্স থাকতে পারে।

আরও পড়ুনঃ বাচ্চার Aadhaar Card করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় করাবেন জেনেনিন

Related Articles

Back to top button