আগামী ৮ই অক্টোবর ২০২৩ থেকে শুরু হতে চলেছে “Amazon Great Indian Festival Sale” সেল। ই-কমার্স সাইট অ্যামাজন অফিসিয়ালিভাবে তাদের Great Indian Festival Sale-এর তারিখ প্রকাশ করেছে। Amazon Great Indian Festival Sale”-এ অ্যামাজন প্রাইম মেম্বাররা আগের দিন অর্থাৎ ৭ই অক্টোবর মধ্যরাত থেকেই এই সেলের সুবিধা নিতে পারবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই সেলের সমস্ত খুঁটিনাটি তথ্য।
আরও পড়ুনঃ আপনি কি নতুন আধার কার্ড করেছেন বা সংশোধন করেছেন, হয়েছে কি না কিভাবে অনলাইনে চেক করবে
Amazon Great Indian Festival Sale 2023
Amazon Great Indian Festival Sale ২০২৩-এ নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অফার দেবে অ্যামাজন কোম্পানি। এই অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে বিভিন্ন অফারের মাধ্যমে সবথেকে কম দামে বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করা যাবে। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ওপরে থাকতে পারে ৪০% পর্যন্ত ছাড়। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দেওয়া হতে পারে ক্যাশব্যাক অফার সাথে কুপনের মাধ্যমে বিভিন্ন ধরনের অফার, আবার থাকবে ব্যাঙ্ক অফার এবং ইন্সটেন্ট ডিস্কাউন্ট।
মোবাইল ডিভাইস এবং অ্যাক্সেসরিজ, ফায়ার টিভি, অ্যালেক্সা, কিন্ডলে ডিভাইসে দেওয়া হবে সরবচ্চ ৫৫% পর্যন্ত ছাড়। ঘরের মধ্যে বেবহিত বিভিন্ন জিনিসের উপরে থাকতে পারে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। এদিকে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৩-এ থাকতে চলেছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফারও।
এদিকে আপনি ল্যাপটপ, স্মার্টওয়াচ, টিভি, ও হেডফোন পেতে পারেন ৭৫% অব্দি ছাড়। প্রতিবারের মতো এ বারের এই সেলে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক দ্রব্যের উপরে থাকতে চলেছে ধামাকাদার অফার। এছাড়া এই সেলে থাকতে চলেছে বিভিন্ন ধরনের লোভনীয় অফার, যেমন – ওপেনিং ডিলস, কিকস্টার্টার ডিল এবং ব্লকবাস্টার ডিসকাউন্ট ইত্যাদি।
গ্রাহকরা অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৩-এ বই, খেলনা ও সাজসজ্জার সামগ্রীর উপরে প্রায় দুর্দান্ত ছাড় দিতে চলেছে অ্যামাজন। সুতরাং এবারের এই সেল হতে চলেছে কেনাকাটার সেরা ঠিকানা। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৩ শুরু হবে আগামি ৮ই অক্টোবর ২০২৩। এই সেলে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অফার থাকবে। যদি আপনার কাছে SBI ক্রেডিট এবং ডেবিট কার্ড থাকে, আর আপনি যদি এই কার্ড ব্যবহার করে জিনিষ কেনাকাটা করেন তাহলে তাৎক্ষনিক ১০% ডিসকাউন্ট পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ বাচ্চার Aadhaar Card করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় করাবেন জেনেনিন