Aadhaar Card Status Check– বর্তমান সময়ে ভারতীয় নাগরিকদের আধার কার্ড একটি অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। আয়কর রিটার্ন ফাইল করা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, প্যান কার্ড, নতুন সিম কার্ড, পাসপোর্ট আবেদন ইত্যাদি সবকিছুর জন্য আধার কার্ড প্রয়োজন। আপনি যদি এনরোলমেন্ট সেন্টার থেকে নতুন আধার কার্ড করে থাকেন বা আধার কার্ডের তথ্য সংশোধন করে থাকেন, তা হয়েছে কি না খুবই সহজেই অনলাইনে চেক করেনিন। আপনি যদি আধার কার্ডের জন্য আবেদন করে থাকেন এবং আপনার কাছে Acknowledgement slip থাকে, তাহলে আপনি আধার কার্ডের স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারেন।
আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি
আধার কার্ড-এর স্ট্যাটাস চেক করার পদ্ধতি (Aadhaar Card Status Check)
আপনি বিভিন্ন উপায়ে অনলাইনে আধার কার্ড-এর স্ট্যাটাস চেক করতে পারবেন। Enrollment No এর মাধ্যমে অনলাইন থেকে আধার স্ট্যাটাস চেক করতে পারবেন UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। স্ট্যাটাস চেক জন্য নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করুন
প্রথমে আপনাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট (https://myaadhaar.uidai.gov.in/CheckAadhaarStatus) আপনার ব্রাউজারে খুলতে হবে। এখান থেকে My Aadhaar অপশনে ক্লিক করতে হবে। এবার আপনাকে ‘চেক আধার স্ট্যাটাস’ অপশন-এ যেতে হবে।
এবার আধার কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য আপনার EID (Enrolment ID), SRN বা URN ( Update request Number) দিতে হবে। EID নাম্বারে ক্ষেত্রে আপনার স্লিপে দেওয়া এনরোলমেন্ট নাম্বার এবং তারিখ ও সময় লিখতে হবে। আবার আপনি যদি আধার কার্ডে কোনো তথ্য অনলাইনে আপডেট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে URN অর্থাৎ Update request number লিখতে হবে।
এবার ‘ক্যাপচা কোড’ দিয়ে এবং ভেরিফাই করতে হবে। এবার Check Status এ ক্লিক করতে হবে। আবার আপনি আধার কার্ডের স্ট্যাটাস স্ক্রীনে দেখতে পাবেন। এছাড়াও আপনি https://myaadhaar.uidai.gov.in/ এই সাইটে গিয়ে লগইন অপশন থেকে আপনার আধার নাম্বার এবং দিয়ে লগইন করে আপনার আধারের স্ট্যাটাস দেখতে পারবেন। তবে এক্ষেত্রে শুধুমাত্র যাদের আধার কার্ড আছে এবং আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক তারাই দেখতে পারবেন।
আপনার কাছে যদি Enrollment স্লিপ বা নাম্বার না থাকে বা আপনি এটি হারিয়ে ফেলেছেন, তাও আপনি আপনার আধার কার্ডের স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন। Enrollment Number ছাড়াই আধার কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে myaadhaar সাইট থেকে Retrieve Lost or Forgotten EID/UID অপশন এ ক্লিক করতে হবে। এবার রেজিস্ট্রার মোবাইল নম্বরে OTP পাওয়ার জন্য আপনাকে মোবাইল নম্বর এবং সিকিউরিটি কোডটি লিখতে হবে। তারপর আপনার মোবাইলে আসা OTP দেওয়ার পরে ভেরিফাই করতে হবে। ভেরিফিকেশনের পরে, আপনার Enrollment number আপনার রেজিস্ট্রার মোবাইল ফোন নাম্বারে চলে আসবে। তারপর এই Enrollment number এর সাহায্যে আপনি আপনার আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন।
আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম