Site icon Technology News

দীপাবলি উপহার আনলেন আম্বানি, JioPhone Prime মাত্র 2,599 টাকায় লঞ্চ করা হয়েছে।

JioPhone Prima

Reliance Jio আনুষ্ঠানিকভাবে কাই ওএস সহ তাদের 4G ফিচার ফোন JioPhone Prima লঞ্চ করেছে। এই সস্তা এবং উন্নত ফোনটি মাত্র ২৫৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। কোম্পানি জানিয়েছে যে এই ফোনে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো ফিচার রয়েছে। নিচে JioPhone Prima সম্পর্কে বিস্তারিত দেওয়া হল।

কিছু দিন আগে, কোম্পানি প্রথম এই ফোনটিকে IMC 2023 (ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস) ইভেন্টে প্রদর্শন করেছিল। এবার এই ফোনটিকে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে মাত্র ২,৫৯৯ টাকায়। অর্থাৎ আপনার জন্য এই ফোনটির দাম পড়বে মাত্র ২,৫৯৯ টাকা। এই ফোনটিকে অফলাইন রিটেল স্টোরের পাশাপাশি রিলায়েন্স ডিজিটাল, জিও মার্ট ইলেকট্রনিক্স এবং অ্যামাজনের মতো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করা হবে।

আরও পড়ুনঃ

JioPhone Prima ফোন ফিচার

আরও পড়ুনঃ

Exit mobile version