Best Smartphone Under 10000: ১০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোনগুলিকে দেখেনিন
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৩, Samsung, Infinix, Realme রয়েছে এই তালিকায়
Best Smartphone Under 10000:- আপনি কি কম দামে স্মার্টফোন কেনার কথা ভাবছেন? বাজারে অনেক স্মার্টফোনের দাম ১০ হাজার টাকারও কম। Redmi, Realme, Samsung, Motorola-এর মতো কোম্পানিগুলি সম্প্রতি বাজারে এই দামে দুর্দান্ত ফোন লঞ্চ করেছে। কি কি ফিচার রয়েছে এবং কত দামে উপলব্ধ রয়েছে একনজরে দেখে নিন।
ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার। বাজেট সেগমেন্টের স্মার্টফোনগুলো এ দেশে সবচেয়ে বেশি বিক্রি হয়। ১০ হাজার টাকার নিচের ফোনগুলি ভারতীয় বাজারে সবচেয়ে জনপ্রিয়। ভারতীয় বাজার ধরতে বিভিন্ন কোম্পানি একের পর এক নতুন সস্তা স্মার্টফোন লঞ্চ করেছে। আপনিও কি ১০ হাজার টাকার বাজেটে নতুন ফোন কেনার কথা ভাবছেন? Redmi, Realme, Samsung, Motorola এর মত জনপ্রিয় ব্র্যান্ডের সেরা ফোনগুলিকে একনজরে দেখেনিন। এই ফোনগুলিকে আপনি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।
Best Smartphone Under 10000 Rupees
Infinix Hot 11
Infinix Hot 11 ফোনটিকে ৯,৭৯৯ টাকা দিয়ে কেনা যাবে। এই দামে আপনি ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ পাবেন। এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির FHD+ IPS ডিসপ্লে। এতে MediaTek Helio G70 চিপসেট রয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ বাড়ানো যাবে। এতে একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ডেপথ সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৫২০০এমএএইচ-এর ব্যাটারি পেয়ে যাবেন এতে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে XOS স্কিন চালাবে।
আরও পড়ুনঃ
Moto G84 5G ফোনটির দাম আবার একবার কমানো হয়েছে, দেখুন কোথায় পাবেন
12 ইঞ্চি 2.4K ডিসপ্লে, 12GB RAM, 8800mAh ব্যাটারি সহ Blackview Tab 18 ট্যাবলেট লঞ্চ হয়েছে
Samsung Galaxy F13
এই ফোনটির দাম ৯,১৯৯ টাকা। যার মধ্যে রয়েছে ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ। এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির FHD+ ডিসপ্লে রয়েছে। এতে Samsung Exynos 850 চিপসেট দেওয়া হয়েছে। ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ একটি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। দ্বিতীয় ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং তৃতীয় ক্যামেরাটি ২ মেগাপিক্সেলের। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এতে ৬০০০এমএএইচ-এর ব্যাটারি পেয়ে যাবেন।
Realme C33
এই ফোনের দাম ৯,৯৯৯ টাকা। Realme C33 ফোনে আপনি ৬.৫ ইঞ্চির HD+ ডিসপ্লে পেয়ে যাবেন। এই ফোনে Unisoc T612 চিপসেট রয়েছে, ৪জিবি র্যাম এবং ৬৪জিবি স্টোরেজ রয়েছে। ফোনের পিছনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের। একটি ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ৫০০০এমএএইচ-এর ব্যাটারির রয়েছে এই ফোনে, এছাড়া ১টিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে এতে। এদিকে Realme C53 ফোনটি ৯,৯৯৯ টাকায় উপলব্ধ রয়েছে।
Motorola e22s
Moto e22s ফোনের দাম খুবই কম। এটিকে আপনি মাত্র ৭,৯৮৮ টাকা দিয়ে কিনতে পারবেন। এই ফোনে ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ পাওয়া যাবে। এটি Android 12 অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে ৬.৫ ইঞ্চির HD+ LCD IPS ডিসপ্লে ব্যবহার করেছে। এই ডিসপ্লেতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ফোনটি MediaTek Helio G37 চিপসেট দ্বারা লেস রয়েছে। এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের AI প্রাইমারি ক্যামেরা। কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল 4G সাপোর্ট করবে। সিকুরিটির জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। এতে ৫০০০এমএএইচ-এর ব্যাটারি আছে। যা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Redmi 10
Redmi 10 ফোনের দাম ১০,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির HD+ ডিসপ্লে। এতে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট রয়েছে। আপনি Adreno 610 GPU, ৬৪জিবি স্টোরেজ এবং ৪জিবি র্যাম পাবেন। ভার্চুয়াল র্যামের মাধ্যমে অতিরিক্ত ২জিবি র্যাম বাড়ানো যায়। রিয়ার ক্যামেরায় রয়েছে ৫০+২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে একটি ৬০০০এমএএইচ-এর ব্যাটারি রয়েছে। এছাড়াও আপনি Redmi 12 ফোনটিকে ৯,২৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন।
Poco M6 Pro 5G
Poco M6 Pro 5G ফোনটিকে আপনি মাত্র ৯,৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। যার মধ্যে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে। এই দাম ফোনটির ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভেরিয়েন্টের। এই ফোনে রয়েছে ৬.৭৯ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে ৫০+২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফির জন্য পেয়ে যাবেন ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫০০০এমএএইচ-এর ব্যাটারি। এতে Snapdragon 4 Gen 2 প্রসেসর বেবহার করা হয়েছে।
আরও পড়ুনঃ
Apple iPad এর দাম ৫০০০ টাকা কমেছে, দেখেনিন এর দাম ও ফিচার
Smartphone Offer- নতুন ফোন কেনার আগে দেখে নিন এই ৫টি স্মার্টফোন ডিল, গুগল, অ্যাপল, স্যামসাং সবই রয়েছে অফারে