Bangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsOfferOffer ZonePhone OfferPocoSmartphone OfferTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

Poco M5 ফোনটির উপরে পাওয়া যাচ্ছে বিগ ডিস্কাউন্ট অফার

স্মার্টফোন অফার- আজকের সবচেয়ে বড় অফার, 8500 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Poco M5 স্মার্টফোন। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০০০এমএএইচ ব্যাটারি।

Poco M5

আপনি যদি কম দামে নতুন পাওয়ারফুল স্মার্টফোন কিনতে চান, তবে Poco M5 ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে। ই-কমার্স সাইট Flipkart এই ফোনটির উপর এখন ৪৪% ছাড় দেওয়া যাচ্ছে। এতে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৫০০০এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়া এর মধ্যে আপনি পেয়ে যাবেন 4G, 3G, 2G নেটওয়ার্ক সাপোর্ট।

Poco M5 স্মার্টফোনটি একটি এন্ট্রি লেভেল ফোন। এর ৬জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। কিন্তু ৪৪% ছাড়ের পর ফ্লিপকার্টে ফোনটিকে মাত্র ৯৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এদিকে আপনি যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোনটিকে ক্রয় করেন তাহলে আরও ৫% ক্যাশব্যাক পেয়ে যাবেন। আবার পুরনো ফোনের বিনিময়ে Poco M5 কিনলে ৯,৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। এছাড়াও ফোনটিকে ইএমআই এর মাধ্যমে কেনার সুবিধা রয়েছে।

আরও পড়ুনঃ আপনি কি নতুন আধার কার্ড করেছেন বা সংশোধন করেছেন, হয়েছে কি না কিভাবে অনলাইনে চেক করবে

এদিকে ফোনটির ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভেরিয়েন্টকে আপনি মাত্র ৭৭৭৭ টাকা দিয়ে কিনতে পারবেন। এতে এক্সচেঞ্জ অফার ও ইএমআই এর সুবিধা রয়েছে। ফোনটিকে আপনি এই মুহূর্তে জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে কিনতে পারবেন। ফোনটি Yellow, ICE Blue, এবং Power Black কালারে উপলব্ধ রয়েছে।

Poco M5 ফোন ফিচার

  • ফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি+ IPS Water Drop ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন ২৪০০ পিক্সেল বাই ১০৮০ পিক্সেল এবং এর ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
  • পারফরমান্সের জন্য এতে আপনি পেয়ে যাবেন MediaTek Helio G99 Octa-Core প্রসেসর এবং ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে চলবে।
  • ফোনটির মধ্যে ৬জিবি পর্যন্ত র‍্যাম ও ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে। এর ইন্টারনাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৫১২জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সিকুরিটির জন্য এতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার। এতে 4G, 3G, 2G নেটওয়ার্ক সাপোর্ট করবে।
  • এতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে। ফোনটির ওজন ২০১ গ্রাম।
  • ফটোগ্রাফির জন্য এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের। এছাড়া রয়েছে একটি ২ মেগাপিক্সেলের এবং আরও একটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা।
  • সেলফির জন্য এতে দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
  • পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫০০০এমএএইচ এর পাওয়ারফুল ব্যাটারি। যা ১৮ ওয়াট ফাস্ট চারজিং সাপোর্ট করবে।
  • এছাড়া এতে আপনি পেয়ে যাবেন Accelerometer, Ambient Light Sensor, Proximity Sensor, E-Compass, Gyroscope ইত্যাদি সেন্সর।

আরও পড়ুনঃ বাচ্চার Aadhaar Card করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় করাবেন জেনেনিন

Related Articles

Back to top button