Site icon Technology News

Poco M5 ফোনটির উপরে পাওয়া যাচ্ছে বিগ ডিস্কাউন্ট অফার

Poco M5

আপনি যদি কম দামে নতুন পাওয়ারফুল স্মার্টফোন কিনতে চান, তবে Poco M5 ফোনটি একটি ভাল বিকল্প হতে পারে। ই-কমার্স সাইট Flipkart এই ফোনটির উপর এখন ৪৪% ছাড় দেওয়া যাচ্ছে। এতে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৫০০০এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়া এর মধ্যে আপনি পেয়ে যাবেন 4G, 3G, 2G নেটওয়ার্ক সাপোর্ট।

Poco M5 স্মার্টফোনটি একটি এন্ট্রি লেভেল ফোন। এর ৬জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। কিন্তু ৪৪% ছাড়ের পর ফ্লিপকার্টে ফোনটিকে মাত্র ৯৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এদিকে আপনি যদি ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোনটিকে ক্রয় করেন তাহলে আরও ৫% ক্যাশব্যাক পেয়ে যাবেন। আবার পুরনো ফোনের বিনিময়ে Poco M5 কিনলে ৯,৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। এছাড়াও ফোনটিকে ইএমআই এর মাধ্যমে কেনার সুবিধা রয়েছে।

আরও পড়ুনঃ আপনি কি নতুন আধার কার্ড করেছেন বা সংশোধন করেছেন, হয়েছে কি না কিভাবে অনলাইনে চেক করবে

এদিকে ফোনটির ৪জিবি র‍্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভেরিয়েন্টকে আপনি মাত্র ৭৭৭৭ টাকা দিয়ে কিনতে পারবেন। এতে এক্সচেঞ্জ অফার ও ইএমআই এর সুবিধা রয়েছে। ফোনটিকে আপনি এই মুহূর্তে জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) থেকে কিনতে পারবেন। ফোনটি Yellow, ICE Blue, এবং Power Black কালারে উপলব্ধ রয়েছে।

Poco M5 ফোন ফিচার

আরও পড়ুনঃ বাচ্চার Aadhaar Card করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় করাবেন জেনেনিন

Exit mobile version