ভারতীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড বোট ইতিমধ্যেই ব্লুটুথ কলিং সহ তাদের সাশ্রয়ী মূল্যের স্মার্টওয়াচের জন্য বাজারে জনপ্রিয়তা অর্জন করেছে। এবার তারা Boat Lunar Pro LTE নামে একটি নতুন স্মার্টওয়াচ নিয়ে এসেছে। এতে বিল্ট-ইন সিম কানেক্টিভিটি রয়েছে। উপরন্তু, ঘড়ি একাধিক স্পোর্টস মোড এবং স্বাস্থ্য ফিচার সাপরত করবে। সংস্থার মতে, একবার চার্জে এই ঘড়িটি 5 দিনের জন্য পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন Boat Lunar Pro LTE স্মার্টওয়াচের দাম, বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন।
এই ওয়াচটি কখন ভারতীয় বাজারে কেনার জন্য উপলব্ধ হবে এবং এর দাম কী হবে, কোম্পানির পক্ষ থেকে এখনও জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে আগামী সপ্তাহে এর বিক্রি শুরু হবে এবং সেই সময় ঘড়িটির দাম কত হবে তা জানা যাবে।
আরও পড়ুনঃ
-
প্রতি মাসে ইএমআই মাত্র ১২৫ টাকা দিয়ে কেনা যাবে Jio 4G Phone
-
Poco X6 Neo ফোনটি খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে চলেছে
Boat Lunar Pro LTE স্মার্টওয়াচ ফিচার
বোট লুনার প্রো এলটিই স্মার্টওয়াচ-এ ১.৬৯ ইঞ্চির রাউন্ড অ্যালয় ডিসপ্লে রয়েছে। এছাড়া এর ডান প্রান্তে দুটি বোতাম রয়েছে, যার মাধ্যমে ঘড়িটিকে সহজেই নিয়ন্ত্রণ করা যাবে। আবার এতে একাধিক ওয়ালপেপার থাকবে। আগেই বলা হয়েছে, স্মার্টওয়াচে ই-সিম কানেক্টিভিটি পাওয়া যাবে। অতএব, স্মার্টফোন ছাড়াই ঘড়ির মাধ্যমে ফোন কল গ্রহণ এবং মেসেজ পাঠানো সম্ভব। আবার এটি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট করবে।
হেল্থ ফিচার হিসাবে, এতে হার্ট রেট ট্র্যাকার, SpO2 মনিটর, মাসিক চক্র ট্র্যাকার, ঘুমের প্যাটার্ন ট্র্যাকারের মতো একাধিক ফিচার পাওয়া যাবে। এর সাথে, এতে 100 টিরও বেশি স্পোর্টস মোডের সুবিধা পাওয়া যাবে। শুধু তাই নয়, ঘড়িটিতে ইনবিল্ট জিপিএস সাপোর্টও রয়েছে। ফলে সহজেই ব্যবহারকারীর অবস্থান ট্র্যাক করা সম্ভব হবে। জল ও ধুলাবালি থেকে সুরক্ষা দিতে ঘড়িটিকে IP68 রেটিং দেওয়া হয়েছে।
ঘড়ির অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হল কুইক ডায়াল প্যাড, ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট, সার্চ অ্যালার্ট, ক্যামেরা এবং মিউজিক কন্ট্রোল, ওয়েদার, অ্যালার্ট, কাউন্ট ডাউন, স্টপ ডিস্টার্ব এবং ফাইন্ড মাই ফোন ফিচার ইত্যাদি। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে ৫৭৭এমএএইচ এর ব্যাটারি। যা এক চার্জে ৫ দিন পর্যন্ত চলবে।
আরও পড়ুনঃ