Site icon Technology News

প্রতি মাসে ইএমআই মাত্র ১২৫ টাকা দিয়ে কেনা যাবে Jio 4G Phone

Jio Phone Prima 4G

Reliance Jio কোম্পানি সম্প্রতি ভারতের বাজারে তাদের 4G ফিচার ফোন হিসাবে Jio Phone Prima 4G লঞ্চ করেছে। এই কিপ্যাড ফোনটির দাম মাত্র ২৫৯৯ টাকা রাখা হয়েছে এবং এই ফোনে 4G কানেক্টিভিটি উপভোগ করা যাবে। প্রতি মাসে মাত্র ১২৫ টাকা দিয়ে এই ফোনটিকে কেনা যাবে। এত কম দামে এই ফোনটি কিভাবে পাবেন, তার তথ্য নীচে বিস্তারিতভাবে দেওয়া হল।

Jio 4G Phone

Jio Phone Prima 4G ফোন বিক্রি হচ্ছে রিলায়েন্স ডিজিটাল স্টোরের মাধ্যমে। এই ফোনের দাম মাত্র ২৫৯৯ টাকা। কিন্তু এই ফোনটি অনলাইন শপিং সাইটে খুব সস্তা ইএমআই দিয়ে কেনা যাবে। আপনি যদি এখান থেকে ২৪ মাসের কিস্তিতে ফোনটিকে কেনেন, তাহলে আপনাকে প্রতি মাসে মাত্র ১২৫ টাকা থেকে ১২৭ টাকা দিতে হবে।

আরও পড়ুনঃ

JioPhone Prima 4G ফোন ফিচার

আরও পড়ুনঃ

Exit mobile version