Redmi 13C স্মার্টফোনটি কোম্পানির পরবর্তী কম বাজেটের স্মার্টফোন হতে চলেছে। বর্তমানে, ভারতে এই স্মার্টফোনের লঞ্চ সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি, তবে এই ফোনটি বিদেশী অ্যামাজন ওয়েবসাইটে স্পেসিফিকেশন এবং ফটো সহ তালিকাভুক্ত হয়েছে। যেখানে Redmi 13C ফোনের দাম জানানো হয়েছে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য নীচে দেওয়া হল।
রেডমি ১৩সি ফোনটিকে গ্লোবাল অ্যামাজন সাইটে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে তালিকাভুক্ত করা হয়েছে। ফোনটি ৪জিবি র্যাম এবং ১২৮জিবি, ৮জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ এবং ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ সহ এসেছে এবং এর দাম যথাক্রমে $140.54, $169.99 এবং $159.99। ভারতীয় মুল্যে এই দাম প্রায় ১১,৭০০, ১৪,১৬০, এবং ১৩,৩২৭ টাকার মতো। বিদেশের বাজারে ফোনটিকে মিডনাইট ব্ল্যাক কালারে পাওয়া যাবে।
আরও পড়ুনঃ
-
Apple iPad এর দাম ৫০০০ টাকা কমেছে, দেখেনিন এর দাম ও ফিচার
-
Smartphone Offer- নতুন ফোন কেনার আগে দেখে নিন এই ৫টি স্মার্টফোন ডিল, গুগল, অ্যাপল, স্যামসাং সবই রয়েছে অফারে
Redmi 13C ফোন ফিচার
Redmi 13C ফোনে ২০ঃ৯ এস্পেক্ট রেসিও এবং ১৬৫০ বাই ৭২০ পিক্সেল স্ক্রীন রেজোলিউশন সহ একটি ৬.৭৪-ইঞ্চির HD+ IPS LCD ওয়াটার ড্রপ ডিসপ্লে রয়েছে।
এই ফোনে ২.০ গিগাহার্টজ ক্লক স্পিড সহ MediaTek Helio G99 octa-core প্রসেসর দেওয়া হয়েছে। এদিকে গ্রাফিক্সের জন্য এতে রয়েছে Mali-G52 MP2 GPU। এই ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম এবং MIUI 14-এ কাজ করে।
ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই সেটআপে F/1.8 অ্যাপারচার সহ একটি ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর, F/2.4 অ্যাপারচার সহ একটি ২ মেগাপিক্সেলের ডেপ্ত সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে আপনি পেয়ে যাবেন ৫ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
সিকুরিটির জন্য রেডমি ১৩সি ফোনে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার যুক্ত করা হয়েছে। এই ফোনে রয়েছে ৩.৫ মিমি অডিও জ্যাক, ডুয়াল ন্যানো সিম সাপোর্ট এবং ইউএসবি টাইপ সি পোর্ট ফিচার। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ৫০০০এমএএইচ-এর ব্যাটারি। এই ব্যাটারি ফাস্ট চার্জ করার জন্য ১৬ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ