boAtGadgetslatest techlatest tech newsSmartwatchtech guidetech news todaytech worldtrending tech newsWatch

boAt Ultima Call স্মার্টওয়াচ নিয়ে এসেছে boAt কোম্পানি, এর দাম 1699 টাকা

ভারতের বাজারে আবার একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ হল। boAt কোম্পানি বাজারে নিয়ে এসেছে নতুন ব্লুটুথ কলিং ফিচার যুক্ত স্মার্টওয়াচ, যার নাম boAt Ultima Call । নতুন এই ঘড়িটি আয়তক্ষেত্রাকার স্লিক ডায়াল সহ বাজারে এসেছে, যা সিলিকন এবং মেটালিক উভয় স্ট্র্যাপ অপশনে উপলব্ধ হবে।

boAt Ultima Call

এই ওয়াচে আপনি পেয়ে যাবেন একাধিক হেলথ ফিচার ও স্পোর্টস মোড সাপোর্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন boAt Ultima Call স্মার্টওয়াচের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ MOTOROLA g73 5G ফোনটিকে মাত্র 1149 টাকা দিয়ে কিনতে পারবেন, দুর্দান্ত অফার

ভারতের বাজারে boAt Ultima Call স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে মাত্র 1699 টাকা। এই ডিভাইসটিকে ব্ল্যাক, পিঙ্ক, ব্লু এবং সিলভার (মেটালিক স্ট্র্যাপ ) ইত্যাদি কালারে ক্রয় করা যাবে। আপনি যদি এই স্মার্টওয়াচকে ক্রয় করতে চান তাহলে আপনি আগামী 19শে জুন বেলা বারোটার পর ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পারবেন।

boAt Ultima Call ওয়াচ ফিচার

নতুন এই বোট Ultima Call স্মার্টওয়াচটিতে রয়েছে 1.83 ইঞ্চির এইচডি ডিসপ্লে। এই ডিসপ্লে রেজুলসন 240 পিক্সেল বাই 284 পিক্সেল ও 700 নিট ব্রাইটনেস। এই ডিসপ্লের উপর রয়েছে 2.5D কার্ভড গ্লাসের আচ্ছাদন।

এই ঘড়িটিকে ব্লুটুথ কলিং ফিচার সহ আনা হয়েছে। এই জন্য এই ঘড়িটিতে উন্নতমানের ইনবিল্ট মাইক্রোফোন দেওয়া হয়েছে। আবার রয়েছে ডায়াল প্যাড এবং দশটি পর্যন্ত কন্টাক্ট মজুত রাখার স্টোর। হেলথ ফিচার হিসেবে এই ঘড়িটিতে রয়েছে হার্ট রেট মনিটর ফিচার, SpO2 ট্র্যাকার ইত্যাদি। এমনকি এতে রয়েছে 700 টি স্পোর্টস মোডের সুবিধা।

এতে আপনি পেয়ে যাবেন 100টিরও বেশি ওয়াচফেস। এই থেকে ব্যবহারকারী তাদের পছন্দমত এবং স্টাইল অনুযায়ী এই ওয়াচফেস বেছে নিতে পারবেন।

জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে IP68 রেটিং দেওয়া হয়েছে। কোম্পানির মতে boAt Ultima Call ঘড়িটি একবার চার্জে ব্লুটুথ কলিং চালু থাকা অবস্থায় 2 দিন এবং ব্লুটুথ কলিং বন্ধ থাকলে 7 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়া এতে আপনি পেয়ে যাবেন ক্যামেরা কন্ট্রোল, লাইভ ক্রিকেট স্কোর, মিউজিক কন্ট্রোল, স্টপওয়াচ, কাউন্ট ডাউন, ডু নট ডিসটার্ব মোড, ওয়েদার আপডেট, এবং ফাইন্ড মাই ওয়াচ ফিচার।

আরও পড়ুনঃ HearFit RS, HearFit REX এবং HearFit VS স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Related Articles

Back to top button