boAtGadgetsSmartwatchtechTech BanglaTech NewsTech News Banglatech news todayTech Tips Banglatech worldTechnology NewsWatch

boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা

দেশীয় কোম্পানি boAt ভারতের বাজারে নতুন boAt Wave Fury স্মার্টওয়াচ লঞ্চ করল। ব্লুটুথ কলিং যুক্ত এই স্মার্টওয়াচে আপনি পেয়ে যাবেন একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোড সাপোর্ট।

এই ডিভাইসটি একবার চার্জে 5 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে, যা কোম্পানি দাবি করেছে। চলুন নতুন boAt Wave Fury স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

boAt-Wave-Fury-smartwatch

আরও পড়ুনঃ HearFit RS, HearFit REX এবং HearFit VS স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

boAt Wave Fury স্মার্টওয়াচ ফিচার

এই ডিভাইসটিতে 1.83 ইঞ্চির বর্গাকার এইচডি ডিসপ্লে রয়েছে, যার স্ক্রীন রেজোলিউশন 240 পিক্সেল বা 284 পিক্সেল এবং নিট ব্রাইটনেশ 550।

হেলথ ফিচার হিসেবে আপনি এই ঘড়িটিতে পেয়ে যাবেন হার্ট রেট ট্র্যাকার ফিচার, SpO2 মনিটর ইত্যাদি। এতে 50 টিরও বেশি স্পোর্টস মোড সাপোর্ট রয়েছে। এই ওয়াচটি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট সহ বাজারে লঞ্চ হয়েছে। এর জন্য রয়েছে ইনবিল্ট মাইক্রোফোন, ডায়াল প্যাড এবং দশটি কন্টাক্ট সেভ রাখার স্টোরেজ।

কোম্পানির মতে একবার চার্জে এই ঘড়িটির ব্যাটারি 5 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IP67 রেটিং।

ভারতের বাজারে boAt Wave Fury স্মার্টওয়াচের দাম 1299 টাকা ধার্য করা হয়েছে। এই ঘড়িটি সিলিকন এবং মেটাল উভয় স্ট্র্যাপ অপশনে উপলব্ধ রয়েছে। এর মধ্যে সিলিকন স্ট্র্যাপে পাবেন অ্যাক্টিভ ব্ল্যাক, সিয়ান ব্লু, চেরি ব্লসম এবং টিল গ্রীন কালার অপশন। এই ঘড়িটিকে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট ফ্লিপকার্ট ক্রয় করতে পারবেন।

আরও পড়ুনঃ MOTOROLA g73 5G ফোনটিকে মাত্র 1149 টাকা দিয়ে কিনতে পারবেন, দুর্দান্ত অফার

Related Articles

Back to top button