Site icon Technology News

Realme P1 5G এবং Realme P1 Pro 5G ফোন বাজারে আসতে চলেছে

Buy Realme P1 5G Realme P1 Pro 5G
Buy Realme P1 5G Realme P1 Pro 5G

Buy Realme P1 5G Realme P1 Pro 5G- Realme কোম্পানি তাদের নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। এটি রিয়েলমি পি সিরিজ নামে বাজারে লঞ্চ হবে। এর সাথে এই সিরিজের স্মার্টফোনের লঞ্চের তারিখও প্রকাশ করা হয়েছে। Realme P1 5G এবং Realme P1 Pro 5G ফোন ভারতের বাজারে আগামী 15ই এপ্রিল লঞ্চ হবে।

15ই এপ্রিল Realme নতুন ‘P’ সিরিজ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি এই সিরিজের অধীনে দুটি স্মার্টফোন লঞ্চ করবে বলে জানা গেছে। এই ফোনটি ভারতীয় বাজারে Realme P1 5G এবং Realme P1 Pro 5G হিসাবে বিক্রি হবে। এই ফোনটি আগামী 15ই এপ্রিল দুপুর 12টায় লঞ্চ হবে এবং এই ফোনের দাম ঐ দিনেই ঘোষণা করা হবে। এই সিরিজের লঞ্চ ইভেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং কোম্পানি অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ দেখা যাবে। এই ফোন দুটিকে আপনি কোম্পানি অফিসিয়াল ওয়েবসাইট (Realme.com) থেকে কিনতে পারবেন।

আরও পড়ুনঃ

Realme P1 5g ফোন ফিচার

জানা গেছে যে Realme P1 5G ফোনের দাম 15,000 টাকার কম হবে। Realme P1 ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 2000 নিটস ব্রাইটনেস সহ পাঁচ-হোল AMOLED ডিসপ্লে থাকবে। পারফরমান্সের জন্য এই ফোনে Mediatek Dimensity 7050 চিপসেট থাকবে যা কোম্পানির পক্ষ জানানো হয়েছে। এই অক্টা-কোর প্রসেসর 2.6GHz ক্লক স্পিডে কাজ করবে। এতে 7-লেয়ার ভিসি কুলিং ফিচার দেওয়া হয়েছে, যা ফোনটিকে ঠাণ্ডা রাখবে। এই ফোনে 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে। এতে রয়েছে IP54 Dust and Water Resistant ফিচার। এই ফোনটিকে আপনি Peacock Green এবং Phoenix Red কালারে কিনতে পারবেন।

Realme P1 Pro 5g ফোন ফিচার

Realme Pro 1 5G ফোনটি 20,000 টাকার বাজেটে লঞ্চ হবে। এই ফোনটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট সহ পাঞ্চ-হোল কার্ভড অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে আসতে চলেছে। এতে আপনি পেয়ে যাবেন IP65 রেটিং।  পারফরম্যান্সের জন্য, এই ফোনে Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট দেওয়া হবে। এই ফোনটিকে গরম হওয়া থেকে রক্ষা করতে দেওয়া হয়েছে 3D ভিসি কুলিং সিস্টেম ফিচার। এই Realme P1 Pro 5G ফোনে 45W SUPERVOOC চার্জ ফিচার সাপোর্ট করবে। এই ফোনে 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে। এই ফোনটিকে ক্রয় করা যাবেন Phoenix Red এবং Parrot Blue কালারে।

Exit mobile version