Site icon Technology News

Redmi 10 Power ফোনটির উপরে পাওয়া যাচ্ছে ৪৭% অফ, দাম প্রায় অর্ধেক

Redmi 10 Power Phone Offer
Redmi 10 Power Phone Offer

Redmi 10 Power Phone Offer- ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে Redmi 10 Power স্মার্টফোনেটিকে পাওয়া যাচ্ছে প্রায় অর্ধেক দামে। এই ফোনে রয়েছে 8GB RAM ও 6000mAh-এর পাওয়ারফুল ব্যাটারি। আপনি Redmi 10 Power ফোনকে এক্সচেঞ্জ অফার সহ ক্রয় করতে পারবেন। সাথে আরও অফার তো রয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেডমি ১০ পাওয়ার ফোনে কি কি অফার পাওয়া যাচ্ছে এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে।

আরও পড়ুনঃ

এই রেডমি ১০ পাওয়ার ফোনের 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 18999 টাকা। তবে আপনি এটিকে ৪৭% ছাড় দিয়ে মাত্র 9,980 টাকায় কিনতে পারবেন। এছাড়াও ফোনটিতে বিভিন্ন ধরনের ক্যাশব্যাক অফার। আবার ফোনটিকে নো-কোস্ট ইএমআই এর মাধ্যমে ক্রয় করা যাবে। ফোনটি দুটি কালারে উপলব্ধ রয়েছে, Power Black এবং Sporty Orange। ফোনটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।

Redmi 10 Power ফোন ফিচার

এই রেডমি ১০ পাওয়ার ফোনে রয়েছে 6.7 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে। এর স্ক্রীন রেজুলসন 720 পিক্সেল বাই 1650 পিক্সেল এবং 20.6:9 অ্যাসপেক্ট রেশিও। পারফরম্যান্সের জন্য এই ফোনে আপনি পেয়ে যাবেন Octa-Core Snapdragon 680 6NM প্রসেসর। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 6000mAh-এর পাওয়ারফুল ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য রেডমি ১০ পাওয়ার ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে প্রথম ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের এবং দ্বিতীয় ক্যামেরাটি 02 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পেয়ে যাবেন 05 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে রয়েছে 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ।

রেডমি ১০ পাওয়ার ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে। সিকুরিটির জন্য আপনি এতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ডুয়েল সিম বেবহার করা যাবে।

আরও পড়ুনঃ

Exit mobile version