Fire-Boltt Apollo এর উত্তরসূরী, Apollo 2 স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল। ব্লুটুথ কলিং ফিচার যুক্ত এই স্মার্টওয়াচে আপনি পেয়ে যাবেন একাধিক স্পোর্টস মোড ও হেলথ ফিচার।
আরও পড়ুনঃ HearFit RS, HearFit REX এবং HearFit VS স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
এছাড়া এতে রয়েছে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টের সুবিধা। কোম্পানির মতে এই ডিভাইসটি একক চার্জে 7 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন Fire-Boltt Apollo 2 স্মার্টওয়াচের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
Fire-Boltt Apollo 2 স্মার্টওয়াচ ফিচার
নতুন Fire-Boltt Apollo 2 স্মার্টওয়াচে আপনি পেয়ে যাবেন 1.43 ইঞ্চির অ্যামোলেড-এর গোলাকৃতির ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 466 পিক্সেল বাই 466 পিক্সেল। এই ঘড়িটিতে দেওয়া হয়েছে মেটালিক বডি এবং সিলিকনের স্ট্র্যাপ।
হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে রয়েছে হার্ট রেট ট্র্যাকার, SpO2 মনিটর ফিচার, ফিমেল সাইকেল ট্র্যাকার ও স্লিপ মনিটর ফিচার। এতে আপনি পেয়ে যাবেন 110টি স্পোর্টস মোডের সুবিধা। অন্যান্য ফিচার হিসাবে এতে রয়েছে কাস্টমাইজেবল ওয়াচফেস, স্মার্ট নোটিফিকেশন, এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এবং বিল্ট-ইন গেম।
এই ঘড়িটিতে ব্লুটুথ কলিং-এর সুবিধা রয়েছে। এর জন্য এতে দেওয়া হয়েছে ইন-বিল্ট স্পিকার এবং মাইক্রোফোন।কোম্পানির মতে এই ঘড়িটি একক চার্জে এর ব্যাটারি 7 দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে। জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP67 রেটিং। ফোনটিকে Android ও iOS ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে।
Fire-Boltt এপোলো ২ স্মার্টওয়াচের দাম ভারতের বাজারে 2499 টাকা রাখা হয়েছে। এই ডিভাইসটিকে গ্রে, ডার্ক গ্রে, পিঙ্ক ও ব্ল্যাক এই চারটি কালারে কেনা যাবে। এই স্মার্টওয়াচকে আপনি কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের (fireboltt.com) সাথে সাথে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।
আরও পড়ুনঃ MOTOROLA g73 5G ফোনটিকে মাত্র 1149 টাকা দিয়ে কিনতে পারবেন, দুর্দান্ত অফার