ভারতের বাজারে Hearmo নিয়ে এসেছে তাদের নতুন তিনটি HearFit RS, HearFit REX এবং HearFit VS স্মার্টওয়াচ। এই ঘড়িগুলোতে একাধিক আকর্ষণীয় ফিচার ও নজরকাড়া ডিজাইন রয়েছে।
তাহলে চলুন জেনে নেওয়া যাক HearFit RS, HearFit REX এবং HearFit VS স্মার্টওয়াচগুলির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরও পড়ুনঃ Infinix Note 30 5G স্মার্টফোন 108MP ক্যামেরা সহ বাজারে আসতে চলেছে
Hearmo HearFit RS স্মার্টওয়াচের দাম ভারতের বাজারে 8999 টাকা রাখা হয়েছে। তবে আপনারা এই স্মার্টওয়াচকে বর্তমানে 2599 টাকা অফারে ক্রয় করতে পারবেন। এদিকে 4499 টাকা মূল্যের HearFit REX স্মার্টওয়াচটি কিনতে পারবেন মাত্র 1699 টাকায়। আবার HearFit VS ঘড়িটির দাম রাখা হয়েছে 6999 টাকা, যার অফার মূল্য 2399 টাকা। এই ঘড়িগুলিকে কম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও ই-কমার্স সাইট অ্যামাজন এবং অন্যান্য অফলাইন স্টোর থেকে ক্রয় করা যাবে।
Hearmo HearFit RS, HearFit REX এবং HearFit VS-এর ফিচার
Hearmo HearFit RS স্মার্টওয়াচটিতে আপনি পেয়ে যাবেন 2.0 ইঞ্চির ইউএইচডি ফুল ভিউ ডিসপ্লে। এর ডিসপ্লের ওপর থাকছে কর্নিং গরিলা গ্লাস দেওয়া হয়েছে। এর স্ক্রীন রেজোলিউশন 420 পিক্সেল বাই 485 পিক্সেল এবং 320ppi পিকচার ডেনসিটি। এছাড়া এতে আপনি পেয়ে যাবেন ব্লুটুথ কলিং ফিচার ও ওয়্যারলেস চার্জিং টেকনোলজি।
স্মার্টওয়াচ HearFit REX-এ রয়েছে স্লিক ও স্টাইলিশ ডিজাইন সহ 1.9 ইঞ্চির ক্লিস্টাল ক্লিয়ার ন্যারো ডিসপ্লে, যার স্ক্রীন রেজোলিউশন 240 পিক্সেল বাই 280 পিক্সেল। এই ঘড়িটিকে প্রিমিয়াম ব্ল্যাক, আর্মি গ্রিন, কুল গ্রে এবং রিচ গোল্ড কালারে ক্রয় করা যাবে। হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে আপনি পেয়ে যাবেন হার্ট রেট মনিটর ফিচার, স্লিপ ট্র্যাকার ইত্যাদি। আর জল প্রতিরোধীর জন্য ঘড়িটি IP67 রেটিং প্রাপ্ত।
HearFit VS স্মার্টওয়াচটি হালকা ওজনের এবং আলট্রা থিন ডিজাইনের। এতে দেওয়া হয়েছে 1.9 ইঞ্চির বেজেললেস ডিসপ্লে, যার স্ক্রীন রেজোলিউশন 240 পিক্সেল 285 পিক্সেল। এতে 600 নিট সর্বোচ্চ উজ্জ্বলতা অফার করবে। ঘড়িটিতে 100টির বেশি স্পোর্টস মোড রয়েছে। হেল্থ ফিচার হিসেবে পেয়ে যাবেন হার্ট রেট মনিটর ফিচার, ব্লাড প্রেসার মনিটর ফিচার ও স্লিপ মনিটর ফিচার। এই ঘড়িগুলিকে ফিটক্লাউড প্রো অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। নতুন এই ঘড়িটি ব্ল্যাক কালারের অতিরিক্ত স্ট্র্যাপ সহ এসেছে।
আরও পড়ুনঃ জেনেনিন কিভাবে বাড়িতে বসে অনলাইনে Ration Card এর সাথে Aadhaar Card লিঙ্ক করবেন।