Aadhaar Update: কিভাবে বিনামুল্যে বাড়িতে বসে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন
Aadhaar Update- ভারত সরকার বিনামূল্যে আরও তিন মাস বাড়িয়ে দিল আধার কার্ড আপডেটের তারিখ। আধার আপডেট এর শেষ তারিখ ছিল গত 14 জুন, 2023 । এবার কেন্দ্রীয় সরকার শেষ তারিখ বাড়িয়ে 14ই সেপ্টেম্বর 2023 পর্যন্ত করেছে। আপনাদের জানিয়ে রাখি যে কেন্দ্রীয় সরকার গত 15ই মার্চ ঘোষণা করেছিল যে, আগামী তিন মাস বিনামূল্যে অনলাইনে আধার কার্ড আপডেট (Aadhaar Card Update Online) করা যাবে।
আরও পড়ুনঃ MOTOROLA g73 5G ফোনটিকে মাত্র 1149 টাকা দিয়ে কিনতে পারবেন, দুর্দান্ত অফার
আধার নির্মাণকারী সংস্থা UIDAI এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভারতের জনগণকে অনলাইনমুখী করতে আরও তিন মাস অনলাইনে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে।
আপনি যদি এখনও পর্যন্ত আধার আপডেট না করে থাকেন তাহলে যত শীঘ্রই পারেন অনলাইনে বিনামুল্যে আপডেট করিয়ে নিন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে অনলাইনে বিনামুল্যে বাড়িতে বসে আধার কার্ড আপডেট করবেন।
আপনাদের জানিয়ে রাখি যে অনলাইনে আধার কার্ড আপডেট করার জন্য আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। কারন আপনাকে ওটিপি দিয়ে লগইন করতে হবে। যদি আপনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনাকে প্রথমে নিকটতম কোন আধার সেবা কেন্দ্রে যেয়ে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে হবে। তাহলে চলুন দেখেনি কিভাবে লিঙ্ক করবো।
Aadhaar Update Online প্রসেস
১) আধার কার্ড আপডেট করার জন্য আপনাকে প্রথমে আমার কম্পিউটার বা মোবাইল ব্রাউজার থেকে UIDAI এর myaadhaar.uidai.gov.in ওয়েবসাইট খুলতে হবে।
আরও পড়ুনঃ HearFit RS, HearFit REX এবং HearFit VS স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
২) এরপর আপনাকে ডানদিকের কোনে থাকা লগইন অপশনে ক্লিক করতে হবে।
৩) এবার আপনাকে আধার নাম্বার দিয়ে সেন্ড ওটিপি তে ক্লিক করতে হবে। আপনার ফোনে যে ওটিপিটা আসবে সেটা দিয়ে লগইন করতে হবে।
৪) এরপর আপনাকে Document Update-এ ক্লিক করতে হবে। এখানে সমস্ত কিছু ভেরিফাই করে NEXT করতে হবে। তারপর আপনাকে আপনার Identity Proof এবং Address Proof ডকুমেন্ট স্ক্যান করে উপলোড করতে হবে।
৫) এবার Submit বাটনে ক্লিক করতে হবে। এর পরে আপনি একটি Acknowledgment Slip ডাউনলোড করার অপশন পাবেন। সেখানে ক্লিক করে আপনার স্লিপটা ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন।
আপনি এই Acknowledgment Slip দিয়ে আধার আপডেটের বর্তমান অবস্থা চেক করতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি যে এই Aadhaar Update করার জন্য আপনাকে অনলাইনে কোন রকম ফী পেমেন্ট করতে হবে না। আপনি যদি নিজে থেকে আধার আপডেট করতে না পারেন তাহলে নিকটতম সাইবার ক্যাফেতে গিয়ে করিয়ে নিতে পারেন।