5G5G SmartphoneBangla NewsBangla Tech NewsGoogleGoogle pixellatest techlatest tech newslatest technology newsMobile PhoneSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

দুর্দান্ত ফিচার ও লুকস নিয়ে Google Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোন বাজারে এসেছে

Google Pixel 8 ফোনটির 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 75,999 টাকা। এই দুটি ফোনেই রয়েছে Tensor G3 প্রসেসর।

Google Pixel 8

Google কোম্পানি তাদের নতুন স্মার্টফোন সিরিজ হিসাবে গুগল পিক্সেল 8 সিরিজ লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে গুগল অ্যাডভান্স ফিচার এবং স্পেসিফিকেশন সহ Google Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোন নিয়ে এসেছে। এই দুটি ফোনেই রয়েছে Tensor G3 প্রসেসর। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোন দুটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য।

Google Pixel 8 ফোনটির 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 75,999 টাকা। এদিকে Google Pixel 8 Pro ফোনটিকে আপনি 1,06,999 টাকা দিয়ে কিনতে পারবেন। এই দাম ফোনটির 12GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে উভয় স্মার্টফোনকে ক্রয় করা যাবে। ফোনগুলির উপরে বিভিন্ন ধরনের ব্যাংক অফার এবং ইএমআই এর সুবিধা রয়েছে। এছাড়া ফোনটিকে আপনি এক্সচেঞ্জ অফারেও কিনতে পারবেন। ফোন দুটি যথাক্রমে চারটি এবং দুটি কালারে উপলব্ধ রয়েছে।

Google Pixel 8 ফোন ফিচার

গুগল পিক্সেল ৮ ফোনে 6.2 ইঞ্চির পাঞ্চ হোল ফুল এইচডি+ অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশরেট, ২০০০ নিটস ব্রাইটনেস এবং গোরিলা গ্লাস ভিক্টাস সাপোর্ট রয়েছে। পারফরমান্সের জন্য ফোনটিতে টাইটান এম2 সিকিউরিটি মাইক্রো প্রসেসর সহ টেন্সর জি3 প্রসেসর দেওয়া হয়েছে। এতে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে।

এই ফোনটি Android 14 অপারেটিং সিস্টেমে কাজ করবে। গুগল এই ফোনটির উপরে আগামী 7 বছর পর্যন্ত ওএস আপডেট, সিকিউরিটি আপডেট এবং ফিচার ড্রপ আপডেট দেবে। সিকুরিটির জন্য এই ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সেন্সর হিসাবে রয়েছে Proximity Sensor, Ambient Light Sensor, Accelerometer, Gyrometer, Magnetometer, Barometer, Temperature Sensor ইত্যাদি।

এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য পাওয়া যাবে ১০.৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে বেবহার করা হয়েছে ৪৫৭৫এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ২৭ ওয়াট ফাস্ট চার্জিং এবং ১৮ ওয়াট ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করবে। ফোনটির ওজন ১৮৭ গ্রাম।

আরও পড়ুনঃ

Google Pixel 8 Pro ফোন ফিচার

Google Pixel 8 Pro ফোনে ১৩৪৪ পিক্সেল বাই ২৯৯২ পিক্সেল স্ক্রীন রেজলিউশন সাপোর্ট সহ 6.7 ইঞ্চির পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এই ফোনের ডিসপ্লে ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এবং এই অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে। যা 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরমান্সের জন্য ফোনটিতে টাইটান এম2 সিকিউরিটি মাইক্রো প্রসেসর সহ টেন্সর জি3 প্রসেসর দেওয়া হয়েছে। এতে ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করবে।

এই ফোনটি Android 14 অপারেটিং সিস্টেমে কাজ করবে। গুগল এই ফোনটির উপরে আগামী 7 বছর পর্যন্ত ওএস আপডেট, সিকিউরিটি আপডেট এবং ফিচার ড্রপ আপডেট দেবে। সিকুরিটির জন্য এই ফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সেন্সর হিসাবে রয়েছে Proximity Sensor, Ambient Light Sensor, Accelerometer, Gyrometer, Magnetometer, Barometer, Temperature Sensor ইত্যাদি।

এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩০এক্স জুম সাপোর্টেড ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফির জন্য ফোনটির সামনে ১০.৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫০৫০এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও ফোনটি ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করবে। সেন্সর হিসাবে রয়েছে Proximity Sensor, Ambient Light Sensor, Accelerometer, Gyrometer, Magnetometer, Barometer, Temperature Sensor ইত্যাদি। ফোনটির ওজন ২১৩ গ্রাম।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ