Google Pixel Watch 2 স্মার্টওয়াচকে অর্ধেক দামে পাওয়া যাচ্ছে
গুগল পিক্সেল ওয়াচ ২-এর এলটিই (LTE) মডেলের দাম ৩৯,৯৯০ টাকা রাখা হয়েছে, কিন্তু আপনি এটিকে ১৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন।
টেক জায়েন্ট গুগল ভারতের বাজারে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Google Pixel 8 এর সাথে Google Pixel Watch 2 নামক নতুন স্মার্টওয়াচও নিয়ে এসেছে। আপনাদের জানিয়ে রাখি যে ভারতের বাজারে এটিই Google-এর প্রথম স্মার্টওয়াচ। এক বছর আগে কোম্পানি তাদের প্রথম আধুনিক স্মার্টওয়াচ লঞ্চ করলেও তা ভারতের বাজারে উপলব্ধ হয়নি। Google Pixel Watch 2 তার পূর্বসূরী মডেলের তুলনায় বেশ কিছু নতুন ফিচারের সাথে লঞ্চ হয়েছে। বাজারে উপলব্ধ স্মার্টওয়াচের মতই এতে হেল্থ ও ফিটনেস ফিচার রয়েছে। তবে ডিভাইসটির হার্ডওয়্যার, ব্যাটারি এবং ডিজাইন বেশ আকর্ষণীয়। খুশির খবর হল Pixel Watch 2 লঞ্চ হতেই একে আপনি ডিসকাউন্টে অর্ধেক দামে কিতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক নতুন Google Pixel Watch 2 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং উপলব্ধতা সম্পর্কে বিস্তারিত তথ্য।
গুগল পিক্সেল ওয়াচ ২-এর এলটিই (LTE) ওয়াচের দাম ভারতের বাজারে ৩৯,৯৯০ টাকা রাখা হয়েছে। কিন্তু আপনি কোম্পানির নতুন পিক্সেল ৮ ফোনটির সাথে এই স্মার্টওয়াচটিকে ক্রয় করলে আপনাকে দাম দিতে হবে মাত্র ১৯,৯৯৯ টাকা। এটি পলিশড্ সিলভার, ম্যাট ব্ল্যাক এবং শ্যাম্পেন গোল্ড রঙে কেনা যাবে। আগামী ১৩ তারিখ থেকে এই ডিভাইসটিকে গুগল স্টোর, ফ্লিপকার্ট (Flipkart) ইত্যাদি ই-কমার্স প্ল্যাটফর্ম কেনা যাবে।
আরও পড়ুনঃ
আপনি কি নতুন আধার কার্ড করেছেন বা সংশোধন করেছেন, হয়েছে কি না কিভাবে অনলাইনে চেক করবে
বাচ্চার Aadhaar Card করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কোথায় করাবেন জেনেনিন
Google Pixel Watch 2 ওয়াচ ফিচার
পুরোনো মডেলের মতোই গুগল পিক্সেল ওয়াচ ২ কে নিয়ে আসা হয়েছে। স্মার্টওয়াচটিতে ১,০০০ নিটস পিক ব্রাইটনেস, অলওয়েজ অন ডিসপ্লে ফিচার এবং ৪১ মিমি স্মুথ গ্লাস ডায়াল সহ ১.২ ইঞ্চি ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। এতে ওয়াচ ফেস কাস্টমাইজ করতে এবং এক্সচেঞ্জেবল স্ট্র্যাপ পরিবর্তন করা যাবে। পারফরম্যান্সের জন্য ঘড়িটিতে স্ন্যাপড্রাগন ৫১০০ প্রসেসর ব্যবহার দেওয়া হয়েছে।
এতে ২ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩০৬ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে, যা সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে মাত্র ৭৫ মিনিট। কোম্পানির দাবি অনুযায়ী ঘড়িটি ফুল চার্জে ২৪ ঘন্টা চলবে। এই ওয়াচটি উইয়ারওএস ৪.০ ভার্সনে কাজ করবে, যে কারণে নতুন আপডেট এবং ডায়নামিক থিমের সাপোর্ট পাওয়া যাবে। হেল্থ ফিচার হিসাবে এতে পেয়ে যাবেন হার্ট রেট মনিটারিং সেন্সর, SpO2 সেন্সর, স্ট্রেস লেভেল ট্র্যাকার এবং স্লিপ মনিটরিংফিচার। এছাড়া রয়েছে বডি রেসপন্স সেন্সর, ফল ডিটেকশন সেন্সর এবং বডি টেম্পারেচার সেন্সরও। এতে 5ATM/IP68 রেটিং দেওয়া হয়েছে।