Site icon Technology News

180MP+50MP+50MP ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার নিয়ে বাজারে এল নতুন Honor Magic6 Pro স্মার্টফোন

Honor Magic6 Pro Smartphone Features
Honor Magic6 Pro Smartphone Features

Honor তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Honor Magic6 Pro MWC 2024, অর্থাৎ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। চমৎকার ক্যামেরা সেগমেন্ট ছাড়াও, এই ফোনে অন্যান্য অত্যন্ত শক্তিশালী ফিচার রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক Honor Magic6 Pro ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ

এই Honor স্মার্টফোনটি 12GB RAM ও 512GB স্টোরেজ সহ বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 1299 ইউরো। ভারতীয় মুদ্রায় প্রায় 1,16,669 টাকার মত। এই ফোনটি ইউরোপে Epi Green এবং Black রঙে বিক্রি হবে ১লা মার্চ থেকে। ভারতে Honor Magic 6 Pro বিক্রির বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও কোন কিছু ঘোষণা করা হয়নি।

এই ফোনের সাথে Honor বিশ্ব বাজারে Porsche Design HONOR Magic V2 RSR নিয়ে এসেছে। এর দাম রাখা হয়েছে 2699 ইউরো। ভারতীয় মুদ্রা অনুযায়ী এর দাম প্রায় পড়ছে 2,42,411 টাকার মত। অর্থাৎ এটি Apple iPhone Pro Max 1TB এর থেকেও বেশি দামী।

Honor Magic 6 Pro ফোন ফিচার

Honor Magic 6 Pro স্মার্টফোনটিতে 6.80 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে রয়েছে যা 1280 বাই 2800 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে। এই ডিসপ্লে LTP OLED প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 4320Hz PWRM ডিমিং সাপোর্ট করবে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ যুক্ত করা হয়েছে। এটিতে F/2.6 অ্যাপারচার সহ একটি 180 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, F/1.4 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং F/2.0 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফির জন্য ফোনটিতে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য, Honor এর এই ফোনে 5,600mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি ফাস্ট চার্জ করার জন্য 80W ফাস্ট চার্জিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে এবং এই ফ্ল্যাগশিপ ফোনটি 66W ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

ফোনটি Android 14 এবং MagicOS 8.0 সহ লঞ্চ হয়েছে। পারফরমান্সের জন্য এতে 3.3 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 3 অক্টা-কোর প্রসেসর রয়েছে।। গ্রাফিক্সের জন্য এতে পেয়ে যাবেন Adreno 750 GPU ।

আরও পড়ুনঃ

Exit mobile version