Honor Play 8T Pro- অনার কোম্পানি গত মার্চ মাসে Honor Play 7T সিরিজ এবং সেপ্টেম্বর মাসে Honor Play 8 লঞ্চের পর ফোনগুলির উত্তরসূরি হিসেবে Honor Play 8T সিরিজ বাজারে আনতে চলেছে বলে খবর পাওয়া গিয়েছে। অফিশিয়াল লঞ্চের আগে ফোনটিকে চীনের টেনা (TENAA) ডেটাবেসে নিয়ে আসা হয়েছে। এখান থেকে ফোনটির কিছু ফিচার সামনে এসেছে। এই মাসের শেষের দিকে ফোনটিকে চীনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি অনারের কোনও পুরনো ফোনেরই রিব্র্যান্ড হতে পারে বলে আসা করা হচ্ছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফোনটির মধ্যে কী কী ফিচার থাকছে।
Honor Play 8T Pro ফোনের সম্ভাব্য ফিচার
টেনা (TENAA) ডেটাবেস অনুযায়ী, মিড-রেঞ্জ এই স্মার্টফোনটিকে আনা হবে যার মধ্যে থাকবে ৬.৭ ইঞ্চির আইপিএস ডিসপ্লে, যা ফুল এইচডি+ স্ক্রীন রেজোলিউশন সাপোর্ট করবে। সাথে এর ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেটও সাপোর্ট করবে। অনর প্লে ৮টি প্রো ফোনে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর প্রসেসর দেওয়া হবে।
আপনাদের জানিয়ে রাখি যে, অনর প্লে ৭টি প্রো-এর তুলনায় নতুন মডেলে ব্যাটারির ক্ষমতা বাড়লেও, চার্জিং স্পিড আগের মডেল থেকে কিছুটা কমিয়েছে। Honor Play 8T Pro ফোনটি Android 13-ভিত্তিক ম্যাজিকওএস ৭.২ (Magic OS 7.2) কাস্টম স্কিনে চলবে। স্মার্টফোনটিকে ৮ জিবি/১২ জিবি র্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে আনা হতে পারে।
অনর প্লে ৮টি প্রো ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও একটি ২ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে ডুয়েল-রিয়ার ক্যামেরা থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০এমএএইচ ব্যাটারি থাকবে।
আরও পড়ুনঃ